ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হরিজনদের পাওনা নিশ্চিত করা হবে ॥ এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ০৫:২৬, ৫ ফেব্রুয়ারি ২০১৭

হরিজনদের পাওনা নিশ্চিত করা হবে ॥ এলজিআরডি মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ ফেব্রুয়ারি ॥ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের একজন নাগরিক হিসেবে হরিজনদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করা হবে। ‘এর জন্য যদি আইন পরিবর্তন করতে হয়, তাহলে আইন পরিবর্তন করা হবে’। ফরিদপুরে হরিজন মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। ‘ক্ষময়াতনে হরিজন জনগোষ্ঠী’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামট এলাকায় পৌর অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মহাসমাবেশের আয়োজন করে সংগঠনটির ফরিদপুর জেলা শাখা। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। ফরিদপুর হরিজন ঐক্য পরিষদের সভাপতি রিপন হরিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসমাবেশে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহাতাব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহাসচিব নির্মল চন্দ্র দাস, ফরিদপুর হরিজন ঐক্য পরিষদের সদস্য রঞ্জন হরিজন।
×