ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলুটিলায় চলছেই শাকের মাতম

প্রকাশিত: ০৫:২৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭

আলুটিলায় চলছেই শাকের মাতম

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ আলুটিলা পর্যটন কেন্দ্রে শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহতদের দাহ সম্পন্ন হয়েছে। রবিবার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এই দুর্ঘটনায় একই এলাকার ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে মা ও দুই মেয়েসহ একই পরিবারের রয়েছে তিনজন। এলাকায় চলছে শোকের মাতম। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্যে প্রশাসনকে তৎপর হওয়ার অনুরোধ জানিয়েছেন আত্মীয়-স্বজনরা। পুণ্য লাভের আশায় বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এসে প্রাণ হারালেন নারী ও শিশুসহ আটজন। এ সময় আহত হয়েছেন আরও নয়জন পথচারী। এদিকে নিহত আটজনের মধ্যে ছয়জনই খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকার বাসিন্দা। আর মা নেইম্রা মারমা ও দুই মেয়ে ববি মারমা এবং টুনটুনি মারমাসহ একই পরিবারের নিহত হয়েছেন তিনজন। এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ চালকের উদসীনতার কারণেই প্রাণ হারাতে হয়েছে তাদের। আর যেন কোন প্রাণ অকালে ঝরে না পড়ে সেদিকে প্রশাসনকে দৃষ্টি দেয়ার অনুরোধও করেছেন তারা।
×