ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনায় যুবলীগ নেতা হত্যায় গ্রেফতার নেই

প্রকাশিত: ০৫:২৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭

খুলনায় যুবলীগ নেতা হত্যায় গ্রেফতার নেই

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ফুলতলায় স্থানীয় যুবলীগ নেতা জনি মোল্লা (২৯) হত্যার ঘটনায় শনিবার বিকেলে পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার কিংবা শনাক্তও করতে পারেনি। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের পার্শ্ববর্তী একটি ক্লাবের কাছে বসে ফুলতলা ইউনিয়ন যুবলীগের নেতা সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি জনি মোল্লাসহ কয়েকজন গল্প করছিল। এ সময় আজ্ঞাত দুর্বৃত্তরা জনিকে লক্ষ্য করে কাছ থেকে গুলি ও বোমা নিক্ষেপ করে। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জনি ঢাকুরিয়া গ্রামের ইউসুফ মোল্যার পুত্র। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, নিহত জনির বিরুদ্ধে ২টি ডাকাতিসহ ফুলতলা থানায় ৭-৮টি মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ শনিবার দুপুরে পবিারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত (শনিবার বিকেল ৫টা) এ ঘটনায় কেউ মামলা করতে থানায় আসেনি। কেউ গ্রেফতারও হয়নি। পরিবারের কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে ওসি জানান।
×