ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নববধূসহ তিন মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:২২, ৫ ফেব্রুয়ারি ২০১৭

নববধূসহ তিন মৃতদেহ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশালে নববধূ, কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তি, দৌলতপুরে বৃদ্ধ প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার সূর্যমণি মেলার পাশ থেকে নিলুফা বেগম (২২) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মেলার সার্কাসের পেছনে নরোত্তমপুর গ্রামের মল্লিকবাড়ির সামনের নির্জন রাস্তা থেকে গলায় ওড়না পেঁচানো ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, দুই মাস পূর্বে বরিশালের কাউয়ারচর এলাকার বাসিন্দা নিলুফার সঙ্গে বানারীপাড়ার বেতাল গ্রামের বাসিন্দা আলম মিয়ার পুত্র পৌর শহরের ১নং ওয়ার্ডের উত্তরপাড় বাজারের চায়ের দোকানি শামীমের বিয়ে হয়। মেলার দর্শনার্থীরা নিলুফার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মর্গে প্রেরণ করেন। কেরানীগঞ্জ ॥ বুড়িগঙ্গায় ২য় সেতুর ওপর থেকে শনিবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৪০ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দৌলতপুর, কুষ্টিয়া ॥ দৌলতপুরের দুর্গম চিলমারীর চর থেকে তাহের আলী দেওয়ান (৭২) নামে এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে স্থানীয়রা তার লাশ বাজুমারা মাদ্রাসার নিকট চরের মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চিলমারীর খারিজারথাক গ্রামের মৃত হযরত আলী দেওয়ানের ছেলে মানসিক প্রতিবন্ধী তাহের আলী দেওয়ানের লাশ চরের মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
×