ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনিরামপুরে ৩ লাখ টাকার বই ৮৩ হাজারে বিক্রির অভিযোগ

প্রকাশিত: ০৫:২০, ৫ ফেব্রুয়ারি ২০১৭

মনিরামপুরে ৩ লাখ টাকার বই ৮৩ হাজারে বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুর মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩ লাখ টাকার পুরাতন বই গোপনে টেন্ডারের মাধ্যমে মাত্র ৮৩ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে। প্রায় দেড় লাখ টাকার উৎকোচের বিনিময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন ‘মেসার্স ভাই ভাই পেপার স্টোর’ নামে একটি প্রতিষ্ঠানকে ওই টাকায় বই পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। জানা যায়, গত ২৫ জানুয়ারি মাধ্যমিক পর্যায়ের ২০১০-২০১৫ শিক্ষা বর্ষের অপ্রয়োজনীয় ও নষ্ট বই প্রকাশ্যে নিলামে সর্বোচ্চ দরে বিক্রির সিদ্ধান্ত হয়। এজন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেনকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি পুরাতন পাঠ্যপুস্তক বিক্রয় কমিটি গঠিত হয়। কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ৩১ জানুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রকাশ্যে নিলামে সর্বোচ্চ দরে বিক্রয়ের দিনক্ষণ ঠিক করা হয়। কিন্তু অভিযোগ পাওয়া গেছে কমিটির আহ্বায়ক উপজেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন কোন প্রচারণা ছাড়াই অতিগোপনে ওই প্রতিষ্ঠানকে বই পাইয়ে দিয়েছেন। বিনিময়ে আকরাম হোসেন খান প্রায় দেড় লাখ টাকা উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানতে চাইলে আকরাম হোসেন খান উৎকোচ নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, পুরাতন বই (৮ হাজার কেজি ধরে) প্রতিকেজি ১১.৫০ টাকা দরে নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতার কাছে বই বিক্রি করা হয়েছে। একাধিক সূত্র জানায়, গুদামে সংরক্ষিত পুরাতন বই ওই হিসেবের তিনগুণ বেশি ছিল। সত্যতা জানতে সরেজমিন ওই গুদামে গেলে দেখা যায়, ১২ জন শ্রমিক পুরাতন বই ট্রাকে নেয়ার জন্য কাজ করছে। এ সময় শ্রমিক বাবলু জানান, সকালে বড় ট্রাকে মালামাল সরিয়ে নেয়া হয়েছে। তার ভাষ্যমতে ওই ট্রাকে প্রায় ৮ টন পুরাতন বই নেয়া হয়েছিল। কিন্তু একটি সূত্র জানায়, ওই ট্রাকে প্রায় ১২ টন পুরাতন বই নেয়া হয়েছে। বাকি যে পুরাতন (নিলামে ক্রয়কৃত) বই গুদামে ছিল তার পরিমাণ আরও বেশি। সবমিলিয়ে পুরাতন বইয়ের পরিমাণ প্রায় ২৫ হাজার কেজি বলে ওই সূত্র জানায়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
×