ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ স্থাপনে নক্সা বিনিময়

প্রকাশিত: ০৫:২০, ৫ ফেব্রুয়ারি ২০১৭

চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ স্থাপনে নক্সা বিনিময়

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চিলাহাটি ও ভারতের জলপাইগুড়ির হলদিবাড়ি রেলপথ পুনঃস্থাপনের মাধ্যমে জোড়া লাগতে যাচ্ছে। এরমধ্যে বাংলাদেশ অংশে প্রায় ৭ দশমিক ৫০ কিলোমিটার ও ভারতের হলদিবাড়ি অংশে ২ দশমিক ৭৫ কিলোমিটার রেলপথ পুনরায় স্থাপন করা হবে। শনিবার দুপুরে চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথ পুনঃস্থাপনের পরিদর্শন শেষে চিলাহাটি রেলস্টেশনে উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যরা এ কথা জানান উপস্থিত সাংবাদিকদের। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি দীব্বাঞ্জন রায়, পূর্ব ভারতীয় রেলওয়ের (এনজিপি শাখা) নির্বাহী প্রকৌশলী প্রবীর দে, শাখা প্রকৌশলী আরকে সিং ও বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী পরিচালক (ট্রাফিক) কালিকান্তি ঘোষ, পশ্চিমাঞ্চল রেলের রেল পরিদর্শক পরীক্ষক (পিএক্সআর) সোহেল রহমান, চিলাহাটি রেলস্টেশন মাস্টার এমএ মতিন। এ ছাড়া উভয় দেশের সীমান্তরক্ষী বিএসএফ ও বিজিবির সদস্যরাও উপস্থিত ছিল। এ সময় উভয় দেশের প্রতিনিধি দল রেললাইন স্থাপনের নক্সা বিনিময় করেন। ভারতীয় প্রতিনিধি দলের ভারতীয় রেলওয়ের (এনজিপি সেকশন) নির্বাহী প্রকৌশলী প্রবীর দে জানান, এ বছরের জুন মাস নাগাদ হলদিবাড়ি হতে বাংলাদেশের সীমান্ত ডাঙ্গাপাড়া পর্যন্ত ২ দশমিক ৭৫ কিলোমিটার রেল পথের নির্মাণ কাজ শেষ করা হবে। সেই সঙ্গে বাংলাদেশের অংশের রেলপথ দ্রুত স্থাপনের বিষয়ে ভারতীয় প্রতিনিধি দল তাগাদা প্রদান করেন। এ বিষয়ে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) কালিকান্তি ঘোষ বলেন, বাংলাদেশের চিলাহাটি রেলস্টেশন হতে ভারতীয় সীমান্ত পর্যন্ত ৭ দশমিক ৫০ কিলোমিটার রেলপথ স্থাপনের কাজ শেষ করা হবে ২০১৮ সালের জুনে। এরপর দুই দেশের রেলপথ জোড়া লাগানো হবে। এ জন্য বাংলাদেশ রেলের পক্ষে এই কাজের জন্য টেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে। সূত্রমতে গত বছরের মে মাসে এই পথে উভয় দেশের পক্ষে পুনরায় রেললাইন স্থাপনে জরিপ কাজ সম্পন্ন করা হয়। বর্তমানে খুলনার মংলা, ঢাকা ও রাজশাহী থেকে সরাসরি ব্রডগেজের রেলপথ চালু রয়েছে নীলফামারী চিলাহাটি সীমান্তের স্টেশন পর্যন্ত। উভয় দেশের অংশের ১০ দশমিক ২৫ কিলোমিটার রেললাইন পুনরায় স্থাপন করা হলে ভারতের হলদিবাড়ি হয়ে জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি সঙ্গে ফের সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। এরমধ্যে প্রথম ধাপে চলাচল করবে পণ্যবাহী রেল। দ্বিতীয় ধাপে যাত্রীবাহী ট্রেন।
×