ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামপাল বিদ্যুত কেন্দ্র বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:১৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭

রামপাল বিদ্যুত কেন্দ্র  বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রামপাল উপজেলায় দ্রুত রামপাল তাপবিদ্যুত কেন্দ্র বাস্তবায়নের দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগর ও জেলা শাখা এই কর্মসূচী আয়োজন করে। সংগঠনের নগর সভাপতি শফিউল আলম কিসলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপলু, নগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আলোকা নন্দা দাস, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, ফরিদ রানা প্রমুখ। বক্তারা বলেন, খুলনা-বাগেরহাট, রামপাল, মংলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি হচ্ছে রামপাল তাপবিদ্যুত কেন্দ্র। এই বিদ্যুত কেন্দ্র বাস্তবায়িত হলে বিদ্যুতের সঙ্কট নিরসন হবে। এ অঞ্চলে শিল্প-বাণিজ্যের আরও প্রসার ঘটবে। সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের বিকল্প কর্মসংস্থান হবে।
×