ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৮০ বছরেও বয়স্ক ভাতার কার্ড জোটেনি!

প্রকাশিত: ০৫:১৪, ৫ ফেব্রুয়ারি ২০১৭

৮০ বছরেও বয়স্ক ভাতার কার্ড জোটেনি!

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ ফেব্রুয়ারি ॥ সাপাহারের আদিবাসী বৃদ্ধা লুচিয়া হেমব্রমের ভাগ্যে ৮০ বছর বয়সেও জোটেনি বয়স্ক ভাতার কার্ড। আর কত বয়স হলে তিনি বয়স্ক ভাতা পাবেন- এমন প্রশ্ন তার সকলের কাছে। জানা গেছে, সাপাহার উপজেলার নূরপুর গুচ্ছপাড়া গ্রামের আদিবাসী মৃত গাবরিয়েল হেমব্রমের স্ত্রী লুচিয়া হেমব্রম বয়সের ভারে নুইয়ে পড়েছেন। কিন্তু উপায় নেই। পেটের দায়ে নূরপুর গুচ্ছপাড়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সাপাহার সদরের বাজারে তাকে প্রতিদিন আসতে হয় ভিক্ষা করতে। দোকানে দোকানে ও বাসাবাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন তিনি। ভ্যানগাড়ির ভাড়া থাকলে ভ্যানযোগে আর না থাকলে হেঁটেই আসতে হয় তাকে সাপাহার বাজারে। লুচিয়া হেমব্রম নিঃসন্তান। তবে মৃত স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর একটি মেয়ে আছে। তার বিয়ে হয় ধামইরহাটে। স্বামীর অভাবী সংসার নিয়ে ব্যস্ত থাকা মেয়েটি সৎমায়ের তেমন কোন খোঁজখবর রাখতে পারেন না। বর্তমানে এ বৃদ্ধা মহিলাটি একাকী একটি কুঁড়েঘরে মানবেতর জীবনযাপন করছেন।
×