ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলীতে তিন ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৫:১৪, ৫ ফেব্রুয়ারি ২০১৭

আমতলীতে তিন ঘর ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৪ ফেব্রুয়ারি ॥ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুড়া গ্রামে শুক্রবার রাতে হোসেন মাতুব্বরের ঘরে অগ্নিকা-ে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকা-ের সূত্রপাত জানা যায়নি। জানা গেছে, ওই গ্রামের জালাল গাজীর সঙ্গে ৮২ শতাংশ জমি নিয়ে হোসেন মাতুব্বরের ৩ বছর ধরে বিরোধ চলে আসছিল। এ জমির ধান কাটা নিয়ে গত বুধবার দু’পক্ষে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের হেলাল মাতুব্বর, শিপন, সামসের, কাফ্ফিয়া, শহীদুল, জালাল গাজী, নুরজামাল ও মনির আহত হয়েছে। আহতরা পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে হোসেন মাতুব্বরের ঘরে অগ্নিকা-ে তার বসতঘরসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। হোসেন মাতুব্বর মুঠোফোনে জানান, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সন্ধ্যায় জালাল গাজীর চাচাত ভাই গোলাম ফারুক গাজী আমার বাড়িতে এসে জীবননাশের হুমকি দিয়ে যায়। ওই রাতেই গোলাম ফারুকের লোকজন আমার বসতঘরসহ তিনটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
×