ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহাদেবপুরে বেহাল শিশুপার্ক ॥ শিশুরা বঞ্চিত

প্রকাশিত: ০৫:১৩, ৫ ফেব্রুয়ারি ২০১৭

মহাদেবপুরে বেহাল শিশুপার্ক ॥ শিশুরা বঞ্চিত

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ মহাদেবপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলার শিশুদের একমাত্র বিনোদনের স্থান ‘জিয়া শিশুপার্ক’ অযতœ আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এলাকার শিশুরা। ইতোমধ্যেই হারিয়ে গেছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন কেন্দ্র থেকে মহাদেবপুর উপজেলার ওয়েবসাইটে এ পার্কটির অস্তিত্ব। খুঁজে পাওয়া যায় না পার্কটির কোন তথ্য ও ছবি। জানা গেছে, ১৯৯৪ সালের ২২ ডিসেম্বর তৎকালীন সরকার উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরের পাশে ‘জিয়া শিশুপার্ক’টির উদ্বোধন করা হয়। সেই থেকে ২০০৬ সাল পর্যন্ত পার্কটির কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও এর পর থেকে পার্কটির সংস্কার ও তত্ত্বাবধানের অভাবে অনেকাংশেই খেলাধুলার অনুপযোগী অবস্থায় থেকে নষ্ট হয়ে গেছে পার্কের খেলাধুলার সরঞ্জাম। বর্তমানে পার্কটিতে চারটি দোলনা, চারটি সøাইড ও একটি ওঠানামার সিঁড়ি ছাড়া আর কিছুই নেই। সেগুলোও ভগ্ন অবস্থায় রয়েছে। পার্কসংলগ্ন উপজেলার গুরুত্বপূর্ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কিন্ডারগার্টেন স্কুল থাকায় প্রতিদিন শত শত ছাত্রছাত্রী এ পার্কে বিনোদনের জন্য এলেও তারা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। ওই সব বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শিশির পারভেজ, সোয়ায়িব আল সাদিক, নাজনিন নাহার, মৌমিতা সেনসহ অন্য ছাত্রছাত্রীরা জানায়, তাদের বিদ্যালয়ের পাশেই শিশুপার্কটির অবস্থান। বিদ্যালয় ছুটির পর তারা পার্কটিতে খেলার সরঞ্জাম পায় না। বিনোদনের জন্য তৈরি করা পার্কটির এ অবস্থা দেখে তাদের খুব খারাপ লাগে।
×