ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিয়াংকার ‘নিমন্ত্রণ’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৪:০৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭

প্রিয়াংকার ‘নিমন্ত্রণ’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ভালবাসা দিসব উপলক্ষে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী প্রিয়াংকার প্রথম একক অডিও এ্যালবাম ‘নিমন্ত্রণ’ বাজারে এসেছে। সম্প্রতি বাংলামটরের বিশ্ব সাহিত্যকেন্দ্র মিলনায়তনে এ এ্যালবামের মোড়ক উন্মোচন ও শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এ্যালবামের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রখ্যাত সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খ্যাতনামা নজরুলসঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ বেতারের পরিচালক কামাল আহমেদ, বিশিষ্ট যন্ত্রশিল্পী দেবু চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আশরাফ খান মঞ্জু, কণ্ঠশিল্পী বাবলা, লেজার ভিশনের এমডি মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী নিজ কণ্ঠে সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। নবীন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী প্রিয়াংকার এটি প্রথম একক অডিও এ্যালবাম। এ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু ও মন। আমিনা নাজনীন ডানা, অনুপম বিশ্বাস ও আহমেদ বশিরের কথায় এ্যালবামটির সুর করেছেন নাজির মাহমুদ, আহমেদ বশির ও অনুপম বিশ্বাস। এ্যালবামের ৩টি গানে দ্বৈতকণ্ঠে শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, বেলাল খান ও শিল্পীর বাবা বাবলা। এ্যালবামের গানগুলো হলো ‘তোমার নিমন্ত্রণ’, ‘ভাসি ডুবি’, ‘তা থৈ, তা থৈ’, ‘পুতুল খেলা’ ও ‘মধু হই হই’ প্রভৃতি। এ্যালবাম প্রসঙ্গে শিল্পী প্রিয়াংকা বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আমার প্রথম একক এ্যালবাম প্রকাশ হওয়ায় আমার সত্যি খুবই ভাল লাগছে। দেশের শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন আমার এই এ্যালবাম প্রকাশ করছে, এ জন্য আমি খুবই গর্বিত ও আনন্দিত। অনেক যতœসহকারে এবং গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন কিছু শ্রোতা দর্শকদের দেয়ার জন্য চেষ্টা করেছি। আশা করছি এ্যালবামের গানগুলো শ্রোতাদের ভাল লাগবে। তাদের ভাল লাগলেই আমার সাধনা সার্থক হবে। সবার কাছে আমি দোয়া চাই যাতে ভবিষ্যতে ভাল ভাল গান করতে পারি।
×