ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে সন্দীপন সাহিত্য উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা

প্রকাশিত: ০৪:০৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭

কিশোরগঞ্জে সন্দীপন সাহিত্য উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা

মাজহার মান্না, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে সন্দীপন সাহিত্য উৎসবে শুক্রবার সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। দেশের প্রথিতযশা কবি-সাহিত্যিকদের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক সাহিত্যপ্রেমীরা উৎসব উপভোগ করেন। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শহীদ মিনারের আদলে স্থাপিত মঞ্চে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেনশিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম। উৎসবের সদস্য সচিব কথাসাহিত্যিক শহিদুল ইসলাম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ছিলেন এডিসি (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল। বক্তব্য রাখেন রম্যলেখক অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক, কবি মেরাজ রাহীম, উৎসব আহ্বায়ক বিজন কান্তিক বণিক, আমিনুল ইসলাম সেলিম, ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঁইয়া, জালাল খান ইউসুফী, ছাদরুল উলা, আশেকা আক্তার জাগন প্রমুখ। সংস্কৃতিকর্মী আসলামুল হক আসলামের পরিচালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী মাসুদুর রহমান আকিল, জান্নাতুল নাঈম পিংকী, মাসুদ খান, একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন সুব্রত দে টুনটুন, নাজমুল করিম রুয়েল, আসাদ, সুরমনি, ঈশিতা, মৌ, আবৃত্তি করেন দেলোয়ার হোসেন, কবি আহমেদ তানভীর, লিয়া মল্লিক, জমাতুল ইসলাম পরাগ প্রমুখ। একই মঞ্চে দিনব্যাপী আলোচনা-গান-নৃত্য ও আবৃত্তি পরিবেশনা উপস্থিত দর্শককে মাতিয়ে রাখে। এর আগে উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম.এ আফজল, জেলার পিপি শাহ আজিজুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক মোস্তফা হোসেইন, সমাজসেবক-রাজনীতিক এনায়েত করিম অমি, সাবেক রাষ্ট্রদূত কবি মাজেদা রফিকুন্নেছা, এ্যাডভোকেট নাসিরউদ্দীন ফারুকী, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সংস্কৃতিকর্মী ম.ম. জুয়েল, কবি সুফিয়া বেগম প্রমুখ।
×