ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের বাজারে আসছে নতুন ১০০ রুপীর নোট

প্রকাশিত: ০৪:০৩, ৫ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের বাজারে আসছে নতুন ১০০ রুপীর নোট

খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে নতুন ১০০ রুপীর নোট। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ২০০৫ সালের গান্ধী সিরিজের মতোই দেখতে হবে এই নতুন নোট। শুধু নোটে নম্বর লেখার জায়গায় ইনসেটে ইংরেজি বড় হরফে ‘আর’ লেখা থাকবে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গবর্নর উর্জিত প্যাটেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। উল্লেখ, গত বছর ৮ নবেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ এবং ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণার পরে কেটে গেছে প্রায় তিন মাস। এরপর থেকে ১০০ রুপীর নোট পাওয়া যাচ্ছে না বলে নানা জায়গা থেকে অভিযোগ আসতে থাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তার প্রেক্ষিতে অর্থসচিব শক্তিকান্ত দাস জানিয়েছেন, নোট সরবরাহ এবং তার রক্ষণাবেক্ষণ আরবিআইর দায়িত্ব। কেন্দ্রীয় ব্যাংক হয়তো খুব শীঘ্রই ব্যাংকগুলোকে নোট তোলার উর্ধসীমাও তুলে নিতে বলবে। -অর্থনৈতিক রিপোর্টার ট্রাম্প কন্যার ব্রান্ড ব্যবহার করবে না নর্ডস্ট্রম মার্কিন বিক্রেতা প্রতিষ্ঠান নর্ডস্ট্রম জানিয়েছে, তারা এখন থেকে মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভানকা ট্রাম্পের ব্র্যান্ড ব্যবহার করবে না। ট্রাম্প ব্র্যান্ডের কাপড় বিক্রি করায় অনেক ক্রেতা নর্ডস্ট্রমকে বয়কট করে। ফলে প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক মন্দার সম্মুখীন হতে হয়। নর্ডস্ট্রম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই মৌসুমে ইভানকা ট্রাম্পের কাপড় ও জুতা বিক্রি করবে না। প্রতিষ্ঠানটি আরও জানায়, ট্রাম্প ব্র্যান্ডের বিক্রি উল্লেখযোগ্য হারে কমে আসায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক সপ্তাহ ধরে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ট্রাম্প ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দেয়া হয়। নর্ডস্ট্রমের পক্ষ থেকে ওই বয়কটের কথা উল্লেখ করেনি। তবে ধারণা করা হয়, ট্রাম্প ব্র্যান্ডের সঙ্গে সঙ্গে অন্যান্য পণ্য বিক্রিও উল্লেখযোগ্য হারে কমে এসেছে প্রতিষ্ঠানটির। নর্ডস্ট্রম জানিয়েছে, তারা নিজেদের ব্র্যান্ডের ১০ শতাংশ পণ্য কমিয়ে তানতুন ব্র্যান্ড দিয়ে পূরণ করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×