ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খরচ ও সময় কমাতে সপ্তাহে ৬ দিন বন্দর ও কাস্টমস খোলা

প্রকাশিত: ০৪:০২, ৫ ফেব্রুয়ারি ২০১৭

খরচ ও সময় কমাতে সপ্তাহে ৬ দিন বন্দর ও কাস্টমস খোলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি-রফতানি বাণিজ্যে খরচ ও সময় কমাতে বিভিন্ন সংস্কারমূলক কাজ করে চলেছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে। এরই ধারাবাহিকতায় সপ্তাহে ৬ দিন বন্দর ও কাস্টমসের কাজ চালানোসহ ১৫টি নতুন সিদ্ধান্ত নিয়েছে ওই দুই সংস্থার উর্ধতন কর্মকর্তারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক নীতি) মোঃ ফরিদ উদ্দিন এসব কথা জানান। তিনি বলেন, আমদানি-রফতানি কার্যক্রমকে গতিশীল করতে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের সংস্কারমূলক কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্দর ও কাস্টমস হাউসের কাজ অব্যাহত রাখা। অর্থাৎ এখন থেকে সাপ্তাহিক ছুটি থাকবে শুধু শুক্রবার। জনাব ফরিদ উদ্দিন বলেন, বতর্মানে বন্দরের পরিচালন কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকলেও প্রশাসনিকসহ অন্যান্য কার্যক্রম সপ্তাহে ৫ দিন সচল থাকে। আবার কাস্টম হাউসে রফতানি কার্যক্রম ৭ দিন সচল থাকলেও আমদানি কার্যক্রম সাধারণত ৫ দিন সচল রয়েছে। এ কারণে সার্বক্ষণিক খোলা না থাকায় পণ্য খালাসেও বিলম্ব হয়। ব্যবহারকারীদের দাবির পরিপ্রেক্ষিতে বন্দর ও কাস্টম হাউস সপ্তাহের ৬ দিন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বন্দর ও কাস্টমস সূত্রে জানা যায়, বন্দর ও কাস্টম হাউসের পরিচালন কার্যক্রম বিষয়ক সমস্যা সমাধান করতে বন্দরের বোর্ড সদস্য (হারবার ও মেরিন) পদের কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। আমদানি পণ্য দ্রুত খালাসের ক্ষেত্রে সব ধরনের সমস্যা চিহ্নিত এবং সেগুলোর সমাধান দেবে ওই কমিটি। নতুন সিদ্ধান্তগুলোর মধ্যে আরও রয়েছে, পণ্য আমদানির এলসিতে পণ্যের সঠিক বর্ণনা দেয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় র্নিদেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। ২০১৮ সালের মধ্যে ৪৬০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন জেনারেল ম্যানেজার সম্মেলন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৭৯টি পল্লী বিদ্যুত সমিতিসমূহের জেনারেল ম্যানেজার সম্মেলন-২০১৭ বাপবি বোর্ডের ব্রিগেডিয়ার সবিহ্ উদ্দিন আহমেদ হলে শুরু হয়েছে। সম্মেলনে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন। ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সম্মেলন চলবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সহজ করব পদ্ধতি-দ্রুত দিব সংযোগ”। সম্মেলনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাঠ পর্যায়ের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পল্লী বিদ্যুত সমিতিসমূহের সভাপতি, জেনারেল ম্যানেজার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক ও তদুর্ধ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×