ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউএফএস ফান্ডের ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৩:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭

ইউএফএস ফান্ডের ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রথম বছরেই ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বে-মেয়াদি ইউএফএস পপুলার লাইফ ফান্ড। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস লিমিটেড। বিএসইসির ৫৫৯তম কমিশন সভায় ইউএফএস পপুলার লাইফ ইউনিট ফান্ডের অনুমোদন দেয়া হয়। ২০১৬ সালের এপ্রিল মাসে ফান্ডটির কার্যক্রম শুরু করে ইউএফএসএল। মাত্র নয় মাসের মাথায় এসে ইউনিট হোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল প্রতিষ্ঠানটি। ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৮০ পয়সা। আর বাজারমূল্যে ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৩৬ পয়সা এবং ক্রয়মূল্যে এনএভি হয়েছে ১০ টাকা ৯৭ পয়সা। উল্লেখ্য, ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। -অর্থনৈতিক রিপোর্টার লেনদেনের শীর্ষে বেক্সিমকো গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির লেনদেন কমেছে ৭.২৯ শতাংশ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৯৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৬ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক লিমিটেডের লেনদেন ১১.৭২ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৯০ লাখ ৮৩ হাজার ৬৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৮৬ লাখ ১ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা রতনপুর স্টিল রি-রোলিং মিলসের লেনদেন কমেছে ৭.৫৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ১৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×