ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার থেকে ১১ হাজার কোটি রুপী অর্থ সংগ্রহ করছে ভারত

প্রকাশিত: ০৩:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজার থেকে ১১ হাজার কোটি রুপী অর্থ সংগ্রহ করছে ভারত

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত ৫ বিমা কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে যাচ্ছে ভারত। এ পরিকল্পনার জন্য আগামী কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। চলতি মাসেই দেশটির মন্ত্রিপরিষদ সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত ৫ বিমা কোম্পানিকে ১ পুঁজিবাজারে এনে সরকার ১১ হাজার কোটি রুপী অর্থ সংগ্রহ করবে। চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রা পূরণে এ অর্থ সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে। কোম্পানিগুলো হলো- নিউ ইন্ডিয়া এ্যাসিউরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি, ওরিয়েন্টাল ইনস্যুরেন্স, ন্যাশনাল ইনস্যুরেন্স ও জেনারেল ইনস্যুরন্স করপোরেশন। রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি বছরের মধ্যে এই অর্থ সংগ্রহ করা হবে বলে আশা করছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা রাষ্ট্র মালিকানাধীন বিমা কোম্পানিগুলোতে সরকারি শেয়ার কমাতে চায়। এ পরিকল্পনা থেকে কোম্পানিগুলোর প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দর কমেছে ১৯ খাতে অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) কমেছে ১৯ খাতে। অন্যদিকে দর বেড়েছে একটি মাত্র খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে শুধু পাট খাতে দর বেড়েছে। এই খাতে ২ দশমিক ৪১ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আর্থিক খাতে। এই খাতে ৮ দশমিক ৭ শতাংশ দর কমেছে। এরপরে মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭ দশমিক ৮ শতাংশ দর কমেছে। অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৭ দশমিক ৬ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৯ শতাংশ, সিরামিক খাতে ২ দশমিক ৯ শতাংশ, প্রকৌশল খাতে ৩ দশমিক ৪৬ শতাংশ, খাদ্য-আনুষঙ্গিক খাতে দশমিক ৬৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩ দশমিক ২৫ শতাংশ, সাধারণ বিমা খাতে ৬ দশমিক ৮৮ শতাংশ, জীবন বীমা খাতে ৬ দশমিক ২ শতাংশ, আইটি খাতে ৩ দশমিক ৯৭ শতাংশ, বিবিধ খাতে ৩ দশমিক ৫৭ শতাংশ দর কমেছে। এছাড়া কাগজ খাতে দশমিক ২০ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ১ দশমিক ৮৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩ দশমিক ৮৯ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ৯৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৪৫ শতাংশ, বস্ত্র খাতে ৩ দশমিক ৯২ শতাংশ ও ভ্রমণ অবকাশ খাতে ৩ দশমিক ১৩ শতাংশ দর কমেছে।
×