ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

ম্যারাথন দৌড় শেষে বিয়ে! ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারা এলাকার কালশিতে অভিনব উপায়ে বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে বর-কনে ও উপস্থিত অতিথি সবাই ম্যারাথন দৌড়ের টি-শার্ট, ট্র্যাক পরে ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় সম্পন্ন করে বিবাহ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বিয়ে করেন। বর ও কনে উভয়েই সাতারা ম্যারাথন এ্যাসোসিয়েশনের সদস্য হওয়ায় তার এই অভিনব উপায়ে বিয়ে করলেন। এক ম্যারাথন দৌড়ে নভোনাথ ও পুনমের দেখা হয়। সে সময় তারা সিদ্ধান্ত নেন বিয়ে করলে তারা আগে ম্যারাথন দৌড় দেবেন এবং পরে বিয়ে করবেন। এতে করে তারা সবাইকে ফিটনেস বার্তা দিলেন। -টাইমস অব ইন্ডিয়া প্রধান সড়কে ট্যাঙ্ক! ব্রিটিশ এক ট্যাঙ্ক জ্বালানি সঙ্কটে পড়ে শহরের রাস্তা দিয়ে স্থানীয় গ্যাস স্টেশনে গিয়ে পৌঁছায়। ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ব্রিটিশ সিভিআর স্করপিয়ন লাইট ট্যাঙ্ক নিয়ে কেটারিং থেকে স্থানীয় টেসকোস গ্যাস স্টেশনের দিকে যাচ্ছে। উইকস্টিড এ্যাট ওয়ার মহড়ার পরিচালক ডাভ বলেন, প্রদর্শনীতে অংশ নেয়া অন্যান্য যানবাহনের মধ্যে এই ট্যাঙ্কটি অন্যতম। ট্যাঙ্ক মালিক জ্বালানি সঙ্কটে পড়ে টেসকোস প্রেট্রোল স্টেশনে যেতে বাধ্য হয়। -ইউপিআই
×