ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কানাডায় সমুদ্রে নিখোঁজ চলচ্চিত্র নির্মাতার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০১৭

কানাডায় সমুদ্রে নিখোঁজ চলচ্চিত্র নির্মাতার লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে শুক্রবার কানাডার প্রামাণ্য চিত্র নির্মাতা ও রক্ষণশীল রব স্টিওয়ার্টের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে হাঙর নিয়ে এক প্রামাণ্য চিত্র তৈরির সময় সমুদ্রের পানিতে ডুব দেয়ার পর তিনি নিখোঁজ হয়েছিলেন। খবর এএফপির। গত মঙ্গলবার বিকেলে প্রামাণ্য চিত্র তৈরির জন্য ইসলামোরাদা দ্বীপের চার নটিক্যাল মাইল দূরে এ্যালিগেটর রিফ কোরাল রিফে তিন ক্রুসহ তিনি পানিতে ডুব দেন। এরপর স্টিওয়ার্ট (৩৭) নিখোঁজ হন। তবে অন্য তিনজন নিরাপদে উঠে আসেন। ফ্লোরিডার কোস্ট গার্ড সেভেন ডিস্ট্রিক্টের এক নারী মুখপাত্র জানান, শুক্রবার বিকেলে লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। তিনি বলেন, স্টিওয়ার্টের সর্বশেষ জ্ঞাত অবস্থান থেকে ৩শ’ ফুট দূর ও ২২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। কি লারগো ফায়ার ডিপার্টমেন্টের স্বেচ্ছাসেবী ডুবুরি দল লাশটি উদ্ধার করে সেটি স্টিওয়ার্টের বলে জানায়। তবে করোনরের অফিস আনুষ্ঠানিকভাবে লাশের পরিচয় জানাবে। এর আগে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড স্টিওয়ার্ডের উদ্ধারে তল্লাশি অভিযান স্থগিতের ঘোষণা দেয়। স্টিওয়ার্ডের মৃত্যুর কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোন মন্তব্য করেননি। সিরিয়ায় রুশ দূতাবাসে মর্টার হামলার নিন্দায় মস্কো সিরিয়ার রাজধানী দামেস্কের রুশ দূতাবাসে সন্ত্রাসীরা গত দুই দিনে দুইবার মর্টার হামলা চালিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতি ও শুক্রবার সিরিয়ার রাজধানীতে অবস্থিত রাশিয়ার কূটনৈতিক মিশন কমপ্লেক্সে মর্টারের গোলা আঘাত হেনেছে। খবর ইয়াহু নিউজের। দামেস্ক থেকে কয়েক কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত সন্ত্রাসী-নিয়ন্ত্রিত জোবার এলাকা থেকে এসব গোলা নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে মস্কো। বিবৃতিতে বলা হয়, প্রথম গোলাটি দূতাবাসের মূল ভবন ও আবাসিক ভবনগুলোর মধ্যবর্তী স্থানে এসে পড়েছে এবং দ্বিতীয় গোলাটি দূতাবাসের মূল প্রবেশপথের ২০ মিটার দূরে বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্র যাচ্ছে ইরানী শিশু ট্রাম্পের আদেশের কারণে হার্ট সার্জারির জন্য যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেনি চার মাসের ইরানী শিশু। তবে নিউইয়র্কের গবর্নর বলেছেন, জরুরী প্রয়োজনে ওই শিশু নিউইয়র্ক যেতে পারবে। তিনি শুক্রবার সন্ধ্যায় জানান, ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে বিনামূল্যে শিশুর অস্ত্রোপচার হবে। ওই শিশু ও তার পরিবারের জন্য প্রাইভেট ফান্ড থেকে ভ্রমণ খরচ যোগানো হবে।- টাইমস অব ইন্ডিয়া ট্যাটু বিতর্ক রাশিয়ার এক ট্যাটু শিল্পীর লোমবিহীন বিড়ালকে অজ্ঞান করে গায়ে ট্যাটু আঁকার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। বিড়ালের মালিক ইয়েকাটেরিনবার্গ বলছেন, ট্যাটুর প্রতি তার আবেগ তুলে ধরতেই প্রাণীদের প্রতি জোর খাটাচ্ছে। তিনি বলেন, মানুষের ত্বকের চেয়ে বিড়ালের ত্বক কিছুটা ভিন্ন হওয়ায় ট্যাটু আঁকা কঠিন এবং ক্ষতিকর নয়।Ñঅডিস্ট সেন্ট্রাল
×