ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারিসা লেটিসিয়া মারা গেছেন

প্রকাশিত: ০৩:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০১৭

ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারিসা লেটিসিয়া মারা গেছেন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা জানিয়েছেন, দেশটির সাবেক ফার্স্ট লেডি মারিসা লেটিসিয়া ডা সিলভা মারা গেছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর। খবর এএফপির। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক এ ফার্স্ট লেডি তাঁর বিভিন্ন অঙ্গ দান করে গেছেন। এক বিবৃতিতে লুলার মুখপাত্র জানান, লুইস ইনাসিও লুলা ডা সিলভা ও তার পরিবার দুঃখের সঙ্গে মারিসা লেটিসিয়া লুলা ডা সিলভার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ খবরের পর আঞ্চলিক নেতারা লুলাকে তাদের শোক বার্তা পাঠান এবং ব্রাজিলের কংগ্রেসে এক মিনিট নীরবতা পালন করা হয়। যৌন নিপীড়নের দায়ে সৌদি কূটনীতিককে বেত্রদ- সিঙ্গাপুরে এক হোটেল কর্মীকে যৌন নিপীড়নের দায়ে সৌদি আরবের একজন কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের বেশি কারাদন্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। দন্ডিত বান্দের ইয়াহিয়া আলজাহরানি (৩৯) বেজিংয়ে সৌদি দূতাবাসে নিযুক্ত আছেন। খবর এএফপির। গত বছর ছুটি কাটানোর সময় তিনি সিঙ্গাপুর সিটিতে শিক্ষানবিস হোটেলকর্মীকে যৌন নিপীড়ন করেন বলে সিঙ্গাপুরভিত্তিক দৈনিক স্ট্রেইটস টাইমস শুক্রবার জানিয়েছে। এই সৌদি কূটনীতিককে বেত্রাঘাত করার আদেশ দেয়া হয়। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। ভুল মন্তব্য বন্ধ করুন ॥ যুক্তরাষ্ট্রকে চীন পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে ‘ভুল মন্তব্য করা’ থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেজিং বলেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসব দ্বীপ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস শুক্রবার দাবি করেছেন, পূর্ব চীন সাগরের বিতর্কিত দিয়াইয়্যু দ্বীপপুঞ্জ জাপান-মার্কিন দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় পড়েছে। তিনি টোকিওতে জাপানিী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এক বৈঠকে বলেন, তাদের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি ওই দ্বীপপুঞ্জসহ জাপান প্রশাসনের আওতায় থাকা সব এলাকার ওপর প্রযোজ্য হবে। -ওয়েবসাইট
×