ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানী প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ম্যাটিস

আঞ্চলিক স্থিতির মূলভিত্তি যুক্তরাষ্ট্র-জাপান মৈত্রী

প্রকাশিত: ০৩:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৭

আঞ্চলিক স্থিতির মূলভিত্তি যুক্তরাষ্ট্র-জাপান মৈত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতার মূলভিত্তি হয়ে আছে জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মৈত্রী। এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে এক সফরে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তমোমি ইনাদার এক বৈঠকে এ কথা বলেন তিনি। খবর এএফপির। জাপান-আমেরিকা নিরাপত্তা জোট কয়েক দশকের পুরনো। অন্যদিকে ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রয়েছে সামরিক বন্ধন। এর আগে নির্বাচনী প্রচারের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউল ও টোকিওর বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা তাদের দেশে অবস্থানরত মার্কিন সৈন্যদের প্রাপ্য সুযোগ-সুবিধা দিচ্ছে না। এ মন্তব্যে নিরাপত্তা জোটের ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হয়। দক্ষিণ কোরিয়া সফর শেষে ম্যাটিস শুক্রবার জাপান পৌঁছান। ট্রাম্প প্রশাসনের কোন উচ্চপদস্থ কর্মকর্তার এটাই প্রথম বিদেশে সফর। জাপান ও দক্ষিণ কোরিয়ায় দায়িত্ব পালন করা সাবেক মেরিন জেনারেল ম্যাটিস সব সংশয় দূর করে বলেন, এ দেশ দুটির ওপর যে কোন হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা জোটের মধ্যে জাপানকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্বাধীনতার মূল স্তম্ভ হিসেবে দেখছি।’ দুই প্রতিরক্ষামন্ত্রী দুই দেশের সামরিক শক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা এগিয়ে নেয়ার কথা ব্যক্ত করেন। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীর আঞ্চলিক হুমকির বিষয়েও আলোচনা করেন তারা। একই দিনে টোকিওতে সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা দেশ। ইরানের ক্রমাগত অস্ত্র সংগ্রহের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ম্যাটিস এ কথা বলেন। টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘ইরান বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় একক মদদদাতা দেশ।’ তবে তিনি জানান, মধ্যপ্রাচ্যে সৈন্য সংখ্যা বাড়ানোর কোন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।
×