ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেসিস সফট এক্সপোতে ‘কোডিং ফর কিডস’ শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ০৮:২৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭

বেসিস সফট এক্সপোতে ‘কোডিং ফর কিডস’ শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার ছুটির দিনে বেসিস সফট এক্সপোতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কোডিং কর্মশালার আয়োজন করা হয়। প্রায় চার শ’ ছাত্রছাত্রী এ কর্মশালায় যোগ দেয়। এখানে তারা সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট কম্পিউটার প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের সফটওয়্যার এক্সপোর তৃতীয় দিনে এ আয়োজন স্কুলের শিক্ষার্থীদের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন আয়োজকরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুক্রবার মাইক্রোসফট বাংলাদেশের আয়োজনে বেসিস সফট এক্সপো-২০১৭-তে ‘কোডিং ফর কিডস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) আবদুর রব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা প্রমুখ। কর্মশালাটি বাংলাদেশের শিশুদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার মাইক্রোসফটের বৃহত্তর উদ্যোগেরই একটি অংশ। কর্মশালা দেশের সব স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। বিভিন্ন বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণীর চার শ’ শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালাটি পরিচালনা করেন মাইক্রোসফট এশীয় প্যাসিফিক অঞ্চলের সাউথ-ইস্ট এশিয়া নিউ মার্কেটসের ডেভেলপার এ্যাক্সপেরিয়েন্স লিড ওয়েলিংটন পেরেরা। সঞ্চালনা করেন মুনির হাসান। মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক রূপান্তরের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োজনীয়তা অপরিহার্য। বর্তমানে দেশে বিশাল তরুণ জনসংখ্যা রয়েছে। তরুণ প্রজন্মকে উপযুক্ত প্রযুক্তিগত দক্ষতায় দীক্ষিত করা গেলে তারা দেশকে আন্তর্জাতিকভাবে প্রযুক্তিনির্ভর উন্নত অর্থনীতির দেশ হিসেবে পরিণত করতে অবদান রাখতে পারবে। আর তাই আমরা দেশের প্রতিভাবান তরুণ প্রজন্মের ধারণাশক্তি উন্নয়নের লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছি। একই সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা হাতে নিয়েছি। আজকের আয়োজনে শিশুদের দেখে মনে হচ্ছে, আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে তাদের আগ্রহের কোন কমতি নেই। বর্তমান সময়ের আধুনিক চিন্তাধারার অভিভাবকরা চান তাদের সন্তানরা যেন উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থেকে নিজেরা তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জন করতে পারে।
×