ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:১০, ৪ ফেব্রুয়ারি ২০১৭

কবিতা

বইমেলাতে খোকা রেবেকা ইসলাম বইমেলাতে এল খোকা বাবার সাথে সাথে ফূর্তি এবং আনন্দেতে মনটা ভীষণ মাতে। কিনবে খোকা দু’হাত ভরে মজার মজার বই কত্ত মজা কত্ত মানুষ বন্ধুরা সব কই? গল্প,ছড়া, রহস্য আর জ্ঞানের বইয়ের মেলা ধুত্তরি ছাই! তাড়াতাড়ি গড়ায় কেন বেলা? নানান রঙের বাহারিতে জ্বলজ্বলে সব ছবি ইচ্ছে খোকার কিনে ফেলে বইগুলো যে সবই ! বইয়েরমেলা চন্দনকৃষ্ণ পাল স্বপ্ন দেখতে চাইলে তোমায় পড়তে হবে বই, স্বপ্ন দেখার জগৎ পেতে বইয়ের কাছেই রই। বইই শুধু দিতে পারে মানুষ হবার পথ ঐ যে দেখো বইয়ের মেলা থামাও তোমার রথ। দেখতে পাবে সুমন্ত বর্মণ দেখতে পাবে জেব্রা-বাঘের ডোরাকাটা গাও, হাতি, ভালুক, বাঘের মাসি, শেয়াল মামার ছাও। সিংহ, চিতা, ময়না, টিয়ে, জিরাফ, হরিণছানা দেখতে পাবে, কিন্তু এটা নয় চিড়িয়াখানা! দেখতে পাবে প্রজাপতি, রঙিন-রঙিন ফুল কী ভেবেছ ফুলের বাগান? ভাবনা তোমার ভুল! রাজা-রানি, ভূত-পরিও মিলবে অবশ্যই মিলবে কোথায়? খোলো যদি গল্প-ছড়ার বই। মমতায় ভরা সনজিত দে খোকা পড়ে সুর করে জোরে এক দুই শুনে এক পাখি এসে ডাকে টুইটুই। তাই শুনে হেসে ওঠে চাপা বেলি জুঁই পাখি তার ডাক ভুলে পড়ে এক দুই। খোকা পড়ে সুর করে নামতা ও ছড়া পাখিটার কাজ যেন মুখস্হ করা। দু’জনের ভাব এক ফোটে শব্দরা ফ্রেমে আঁটা ভালোবাসা মমতায় ভরা।
×