ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে পাইরেসি চক্রের ৫ সদস্য গ্রেফতার

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫২, ৪ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জ নগরীর ৫৬ এসএম মালেহ রোডের হাবিব শপিং কমপ্লেক্সের নিচ তলার বিভিন্ন দোকানের সামনে পর্নোগ্রাফি ও পাইরেসি বিরোধী অভিযান চালানো হয়েছে। এ সময় পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ৫ সদস্যকে বিপুল পরিমাণ কম্পিউটার সামগ্রীসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- অনিক হোসেন, আলমগীর হোসেন ওরফে সুজন, আল-আমিন, শুভ, হাসান। এ সময় উদ্ধার করা হয়েছে ১৬ মনিটর, ১৬ সিপিইউ, ৪টি কী-বোর্ড ও ২টি মাউস। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদমজীর র‌্যাব-১১, সিপিএসসির ও ঢাকার এন্টি পাইরেসি এ্যাকশন টিমের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। চট্টগ্রামে ২৫ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের হালিশহর ফইল্যাতলী বাজার এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ১০টি সেমিপাকা ও ১৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। শুক্রবার ভোরে এ অগ্নিকা-ের ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের। আগুনে অল্প সময়ের মধ্যে কাঁচা ও সেমিপাকা ঘর ভস্মীভূত হয়। আগুনের খবর শুনে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিএসএফ ধরে নিয়েছে যুবককে নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩ ফেব্রুয়ারি ॥ জেলার পাটগ্রাম সীমান্তে কাওসার আলী নামে এক যুবককে বৃহস্পতিবার বিকেলে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। কাওসার আলীকে শুক্রবার কুচবিহার পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে। বিজিবি ও বিএসএফর মধ্যে শুক্রবারে পতাকা বৈঠকের প্রস্তাব দিলে সাড়া মিলেনি। জানা গেছে, জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সহিদার রহমানের পুত্র কাওসার আলীকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিএসএফ ধরে নিয়ে যায়। এই সময় কাওসার আলী শ্রীরামপুর সীমান্তের ৮৪৩নং সীমান্ত পিলার কাছে জমিতে কাজ করছিল। দোল খেতে গিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে হাসান ইমাম হামিম শেখ (৯) নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রের দোলনায় বসে দোল খেতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির গাছের ডালে দোলনা বেঁধে খেলার সময় আকস্মিক পিছলে পড়লে তার গলার সঙ্গে দোলনার রশি ফাঁস লেগে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাকিম এ গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ও ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পেট্রোল পাম্পে বিস্ফোরণ ॥ আহত দুজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ ফেব্রুয়ারি ॥ ধামইরহাটে পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় ন্যাশনাল ফিলিং স্টেশনের মালিক মাসুম পারভেজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার বিকেল ৪টার দিকে মারা যান মাসুম। বুধবার মেধা এন্টারপ্রাইজ নামে ঢাকাগামী কোচচালক মমিনুল ইসলাম বাবু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে। তবে ঢাকা মেডিক্যালে ভর্তি গাড়ির হেলপারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামইরহাটের ন্যাশনাল ফিলিং স্টেশনে আকস্মিক বিস্ফোরণ ঘটলে আটজন দগ্ধ হয়।
×