ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেতু নির্মাণের এক বছরেও নেই সংযোগ সড়ক ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ০৫:৫১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

সেতু নির্মাণের এক বছরেও নেই সংযোগ সড়ক ॥ জনদুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ ফেব্রুয়ারি ॥ বানাতী বাজার শাখা নদীর ওপর প্রায় এক বছর আগে নির্মিত হয়েছে গার্ডার ব্রিজ। তিনটি স্প্যানের ওপর ৪৫ মিটার দীর্ঘ এ ব্রিজটি নির্মাণে সোয়া তিন কোটি টাকা ব্যয় হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ব্রিজটি নির্মাণ করেছে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি জনগণের কোন কাজে আসছে না। ফলে চরম ঝুঁকি নিয়ে পুরনো জীর্ণদশার আয়রন ব্রিজটি পার হয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। লালুয়া ইউনিয়নবাসীর কলাপাড়া সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এ ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় নির্মাণ করা হয় গার্ডার ব্রিজটি। বানাতী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, ভাঙ্গা ব্রিজ পার হয়ে ছোট শিশুদের চলাচল করতে খুব কষ্ট হয়। তাই দ্রুত নির্মিত গার্ডার ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের দাবি করেন তিনি। ইউপি চেয়ারম্যার মীর তারিকুজ্জামান তারা জানান, পুরাতন ব্রিজটি যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। তাই জনস্বার্থে জরুরীভিওিতে গার্ডার ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা প্রয়োজন। এলজিইডি কলাপাড়ার উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, শীঘ্রই এ গার্ডার ব্রিজের সংযোগ সড়কের কাজ সম্পন্ন করা হবে। এজন্য ৪৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কার্যাদেশ দেয়া হয়েছে।
×