ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভূমিদস্যুর বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ ॥ সড়ক অবরোধ, ভোগান্তি

প্রকাশিত: ০৫:৫১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ভূমিদস্যুর বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ ॥ সড়ক অবরোধ, ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ॥ ভূমিদস্যুদের বিরুদ্ধে পুরো রূপগঞ্জ উপজেলা উত্তাল হয়ে উঠেছে। নিরীহ এলাকাবাসীর জমি না কিনে জবরদখল করে বালু ভরাট, প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ বিভিন্ন অভিযোগে ভূমিদস্যুদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকাবাসী। এলাকাবাসীর পাশাপাশি ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতাকর্মীরাও মামলা-হামলা থেকে বাদ পড়েনি। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলীকে মুখোশধারীরা হত্যা ও গুমের চেষ্টা চালায়। এসব নিয়ে বেশ কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ করে যাচ্ছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার ১০টি স্পটে ঘণ্টাব্যপী সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীসহ হাজার হাজার নারী-পুরুষ। বিক্ষুব্ধদের একটাই কথা- ‘জান দেব, তবুও জমি দেব না।’ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে বিশ্বরোড, ভুলতা, গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও কাঞ্চন মায়ারবাড়ি, কালনি, গোলাকান্দাইল পেট্রোল পাম্প এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে অবস্থান নেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার বিক্ষুব্ধ নারী-পুরুষ। তারা দুটি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন। এছাড়া ব্রাহ্মণখালী এলাকার ৩শ’ ফুট সড়ক, ইছাখালী এলাকার চনপাড়া-কালীগঞ্জ সড়ক, মুড়াপাড়া মঠেরঘাট এলাকা ও ভোলাব স্বর্ণখালী বাজার এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধরা। সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভের কারণে সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাব্যপী সড়ক অবরোধের ফলে শত শত যানবাহন আটকা পড়লে ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পুলিশ প্রশাসন বিক্ষুব্ধদের বুঝিয়ে-শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনের পক্ষ থেকে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস পেয়ে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে যান।
×