ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নদী-বিলে পানি নেই ॥ অনটনে নরসিংদীর জেলে পরিবার

প্রকাশিত: ০৫:৫০, ৪ ফেব্রুয়ারি ২০১৭

নদী-বিলে পানি নেই ॥ অনটনে নরসিংদীর জেলে পরিবার

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৩ ফেব্রুয়ারি ॥ জেলার ৬টি উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ২০ হাজার জেলে পরিবার বর্তমানে অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। আর্থিক অনটন, বিত্তবানদের দৌরাত্ম্য ও টাউট-বাটপারদের অত্যাচারে জেলে পরিবারগুলোতে নেমে এসেছে চরম বিপর্যয়। নরসিংদীর ছোট-বড় ৮টি নদীসহ প্রায় ৫ হাজার খালবিল রয়েছে। শীত মৌসুমে এসব নদী নাব্য হারিয়ে ফেলে। নদীগুলোতে পানি থাকে না বললেই চলে। কোন মহল থেকেই সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়নি। নদীগর্ভে জেগে ওঠা বিস্তীর্ণ চরের কিছু কিছু স্থানে শুষ্ক মৌসুমে চাষাবাদ চলছে। নদীগুলোর পার্শ¦বর্তী গ্রামগুলোতে কয়েক হাজার জেলে পরিবার বংশানুক্রমে বসবাস করে আসছে। এক সময় এসব জেলে খাল, বিল ও নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে যা আয় করত তা দিয়ে সংসার চালাত। কিন্তু কালের আবর্তে আজ তারা এসব সুযোগ থেকে বঞ্চিত। এ সকল নদী ও খাল-বিলে বর্ষাকালে নামেমাত্র পানি থাকলেও শুষ্ক মৌসুমে একেবারেই পানি শুকিয়ে যায়। ফলে মাছের আকাল দেখা দেয়। অন্যদিকে নদীতে পানির স্রোত না থাকায মাছের উৎপাদন আশঙ্কাজনকহারে কমে গেছে। এখানকার অধিকাংশ জেলের মাছ ধরার উপকরণ নেই। সুতা, রশি, লোহা, কাঠ, রং, পেরেকের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পুরনো জাল, নৌকা মেরামত বা নতুন করে তৈরি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যার ফলে তারা বংশানুক্রমিক এ পেশা ছেড়ে জীবন জীবিকার তাগিদে অন্য পেশার দিকে ঝুঁকে পড়েছে।
×