ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেশবপুরে সাংবাদিকসহ আহত ৬

ক্লিনিক দখল নিয়ে সংঘর্ষ

প্রকাশিত: ০৫:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ক্লিনিক দখল নিয়ে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কেশবপুরে শুক্রবার সকালে একটি ক্লিনিক দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ ৬ জন আহত হয়েছে। ক্লিনিক মালিক এ্যাম্বুলেন্সের ড্রাইভার হওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়ে। সাংবাদিক আহতের প্রতিবাদে প্রেসক্লাবের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে কেশবপুর হাসপাতাল সংলগ্ন মডার্ন ক্লিনিকটির দখল নিতে তালা ভাঙ্গার সময় ক্লিনিকের মালিক রবিউল ইসলাম ও ভবনের মালিক মুজিবর রহমানের পক্ষে দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছবি তোলাকালে দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কবির হোসেনের ওপর সন্ত্রাসীরা হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে কেশবপুর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় পুলিশসহ ৬ জন আহত হয়। আহতাবস্থায় থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান খান ও ব্যবসায়ী আব্দুল মজিদকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ক্লিনিক মালিক এ্যাম্বুলেন্স ড্রাইভার রবিউল ইসলামের পক্ষে বেলা সাড়ে ১১টার দিকে পরিবহন শ্রমিকরা কেশবপুর ট্রাক টার্মিনালের কাছে যশোর-সাতক্ষীরা সড়কের ওপর ট্রাক রেখে অবরোধ করে। এ সময় দু’পাশে বিয়ের গাড়িসহ শত শত যানবাহন আটকে যায়। প্রায় আড়াই ঘণ্টা অবরোধে নারী ও শিশুসহ হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়ে। অপরদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক কবিরের ওপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকরা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে শহীদ দৌলত বিশ্বাস চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী প্রমুখ। বিল্ডিং মালিক মুজিবর রহমান জানান, তিনি বিদেশে থাকা কালে রবিউল ইসলাম তার বিল্ডিং দখল করে মডার্ন ক্লিনিক করে। গত ৮ মাসে তিনি বিল্ডিংয়ের কোন ভাড়া দেয়নি। এ বিয়ে থানায় অভিযোগ করায় পুলিশ উভয়পক্ষকে নিয়ে একটি সালিশ বৈঠক করে। বৈঠকের লিখিত সিদ্ধান্ত অনুযায়ী ক্লিনিক মালিকের কাছে এ পর্যন্ত পাওনা ৬ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করে ২ ডিসেম্বরের মধ্যে বিল্ডিং ছেড়ে দেয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে ভবন না ছাড়ায় তালা লাগিয়ে দেয়া হয়েছে। ক্লিনিক মালিক রবিউল ইসলাম জানান, কোন নোটিস ছাড়াই জায়গার মালিক মুজিবর রহমান একদল সন্ত্রাসী নিয়ে ক্লিনিকে হামলা করে টিভি, চেয়ার টেবিল, কম্পিউটারসহ মালামাল ভাংচুর করে এবং ৩০ রোগীকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। তিনি বিল্ডিং মালিকের কাছে অগ্রিম বাবদ দেয়া ৪ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা পাবে বলে দাবি করেন।
×