ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে মন্ত্রী ও মেয়র গ্রুপের সংঘর্ষে আহত ৭

প্রকাশিত: ০৫:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ঈশ্বরদীতে মন্ত্রী ও মেয়র গ্রুপের  সংঘর্ষে আহত ৭

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার রাতে আমবাগানে রাজিব গ্রুপ ও শামীম গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ চারজনসহ সাতজন আহত হয়েছে। এরা হলো- শামীম গ্রুপের প্রধান ও পূর্ব টেংরীর আফসার মিয়ার ছেলে শামীম, হাফিজুর রহমানের ছেলে সুমন, আড়পাড়ার ইউসুব আলীর ছেলে ফিরোজ ও আমবাগানের মসলেম উদ্দিনের ছেলে নয়ন। এদের মধ্যে শামীম ও সুমনকে রামেক হাসপাতালে এবং ফিরোজ ও নয়নকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ছোটাছুটি করতে গিয়ে আরও তিনজন আহত হয়েছে। সূত্রমতে, বেশ কিছুদিন থেকে বিভিন্ন স্থানের আধিপত্য নিয়ে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু গ্রুপ ও ভূমিমন্ত্রী সমর্থিত রাজিব গ্রুপের সদস্যদের মধ্যে ঠা-া লড়াই চলে আসছিল। এ অবস্থায় মন্ত্রী সমর্থিত রাজিব গ্রুপের সদস্যরা বৃহস্পতিবার রাতে আমবাগান পুলিশ ফাঁড়ির সামনে পিকনিক করতে থাকে। এ সময় মেয়র সমর্থিত শামীম গ্রুপের সদস্যরা রাজিব গ্রুপের সদস্যদের ওপর হামলা করলে দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
×