ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে

আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে রেজিস্ট্রেশন বাতিল হবে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০১৭

আগামী নির্বাচনে  বিএনপি অংশ না  নিলে রেজিস্ট্রেশন  বাতিল হবে ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ ফেব্রুয়ারি ॥ বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে তাদের দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। সার্চ কমিটি সম্পর্কে জনগণ বিভ্রান্ত নয়, ববং বিএনপি বিভ্রান্ত বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুর সরকারী ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সার্চ কমিটি গঠনে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। কিন্তু বিএনপির প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ। তাই সার্চ কমিটি নিয়ে বিএনপি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য অপপ্রচার চালাচ্ছে, তাতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌরসভার সাবেক মেয়র নূরুল আলম বাবু চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন খলিলবাহিনীর প্রধান খলিলুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওবাইদুর রহমান কালু খান, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।
×