ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জলঢাকায় দুর্বৃত্তের আগুনে পুড়ল ৮ পরিবারের ঘর

প্রকাশিত: ০৫:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭

জলঢাকায় দুর্বৃত্তের আগুনে পুড়ল ৮ পরিবারের ঘর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ি মসজিদপাড়া গ্রামে অগ্নিকা-ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হেলাল হোসেনসহ আট পরিবারের ২১ টিনের ঘর পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বৃহস্পতিবার রাত একটার দিকে অজ্ঞাত মুখোশধারী দৃষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে বসতভিটার গেট ও ঘরের দরজা আটকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এতে ওই সব পরিবারের ঘরে থাকা আসবাবপত্র, ধান-চালসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া দুই শতাধিক হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকা-ের সময় আরও সাত পরিবার তাদের ঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে ফেলে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে শুক্রবার দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান, জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাদের হোসেন, যুগ্ম-আহ্বায়ক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন আলী খানসহ নেতাকর্মীরা। এ সময় উপজেলা ত্রাণ দফতর হতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২০ কেজি করে চাল, নগদ দুই হাজার করে টাকা ও দুটি করে কম্বল বিতরণ করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত মিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হেলাল হোসেন অভিযোগ করে বলেন, তার স্ত্রী ও সন্তান আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। ঘরে টেলিভিশন দেখার সময় বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার বাড়ির বিদ্যুত চলে গেলেও গ্রামের অন্যান্য বাড়িতে বিদ্যুত ছিল। তিনি বের হয়ে দেখেন তার বাড়ির বিদ্যুতের মেইন সুইচটি কে বা কারা বন্ধ করে দিয়েছে। এরপর রাত একটার দিকে তিনি বুঝতে পারেন তার বাড়িতে কারা যেন পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। ওই সময় আগুন ওই এলাকার অপর সাত পরিবারের বসতভিটায় ছড়িয়ে পড়ে।
×