ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লঙ্কানদের টিকে থাকার লড়াই

প্রকাশিত: ০৫:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০১৭

লঙ্কানদের টিকে  থাকার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে আজ। টানা দুই জয়ে ইতোমধ্যে ২-০তে এগিয়ে স্বাগতিক প্রোটিয়ারা। এবি ডি ভিলিয়ার্সের দল আজই সিরিজ নিশ্চিত করতে চায়। অন্যদিকে উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন লঙ্কানদের জন্য টিকে থাকার লড়াই। টি২০তে হারলেও প্রথম দুই ওয়ানডেতেই দাপট দেখায় দক্ষিণ আফ্রিকা। জয় ৮ উইকেটে ও ১২১ রানের বড় ব্যবধানে। ‘আমাদের সামনে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ। এই সুযোগটি কাজে লাগাতে চাই। এতে শেষ দুই ম্যাচে দল নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। তবে আমাদের জন্য দুঃসংবাদ হলো ডেভিড মিলারের ইনজুরি। ও থাকলে লোয়ার অর্ডার নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না।’ আগের ম্যাচে ৯৮ বলে ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে ব্যথা পান মিলার। অন্যদিকে সিরিজ হারের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা। লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে অতিথিদের সামনে জয় ছাড়া কোন পথ খোলা নেই। এজন্য জোহানেসবার্গের ওয়ানডেতে জয় নিয়েই বেশি ভাবছেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা, ‘প্রথম দুই ওয়ানডেতে আমরা ভাল ক্রিকেট খেলতে পারিনি। তাই এখন কঠিন পরিস্থিতির মুখে ।’
×