ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ম্যাক্সওয়েলের চোখে মেসি অনন্য

প্রকাশিত: ০৫:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ম্যাক্সওয়েলের চোখে  মেসি অনন্য

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের বিস্ময় তারকা লিওনেল মেসি। তার পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা। এবার বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারকে প্রশংসায় ভাসালেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) লেফট ব্যাক ম্যাক্সওয়েল। সেইসঙ্গে ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও বন্দনা করেছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘লিওনেল মেসি একজন অনন্য ফুটবল তারকা। আর নেইমার আমাদের জন্য স্বপ্ন রচনা করেন।’ এ মাসের মাঝামাঝি সময়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচকে সামনে রেখে বার্সিলোনার এই জুটিকে এভাবেই প্রশংসা করেছেন তিনি। বার্সিলোনায় তিন বছর কাটিয়ে দুটি লীগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন খেতাব জয়ী দলের এই সদস্য অন্যদের চেয়ে কিছুটা বেশিই জানেন মেসির ব্যাপারে। ম্যাক্সওয়েল বলেন, ‘মেসি এবং নেইমারের মধ্যে পারস্পরিক তুলনার কোন সুযোগ নেই। তারা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। নেইমারের রয়েছে জাদুকরি খেলার দক্ষতা। সে যখন খেলেন তখন আমাদের স্বপ্নের জগতে পৌঁছে দেন। আর মেসি হচ্ছেন দলের বাকি খেলোয়াড়দের মধ্যে আলাদা। সে অনন্য। পরিমাপ করা যায় এমন খেলোয়াড় মেসি নন। সে এমন একজন খেলোয়াড় যিনি সবসময় আমার মধ্যে একটি প্রভাব বিস্তার করে ফেলেন। সে এমন একজন ব্যক্তিত্ব যিনি পেশাদারিত্বে ব্যাপক সফলতা অর্জন করেছেন।’ বার্সায় যেমন লিওনেল মেসি তেমনি রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবসময় বিশ্বের সেরা ডিফেন্ডারদের সঙ্গেই লড়াই করতে হয় রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপার স্টারকে। তবে তার মতে রিয়াল মাদ্রিদ সতীর্থ ফ্যাবিও কোয়েন্ট্রাও হচ্ছেন স্ট্রাইকারদের সমস্যা সৃষ্টিকারী ফুটবলার। বৃহস্পতিবার অনুশীলনে এই দুই ফুটবলার পরস্পরের মুখোমুখি হয়েছিলেন। এ সময় চারবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডোকে তীব্র লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল। এরপরই সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইন্সটাগ্রাম একাউন্টে স্বদেশী এই ডিফেন্ডারকে প্রশংসায় ভাসালেন রোনাল্ডো। মাদ্রিদের সর্বকালের শীর্ষ এই গোলদাতা বলেন, ‘ওয়ান টু ওয়ান অনুশীলনে বিশ্বের কঠিনতম ডিফেন্ডারদের একজনের মোকাবেলা করে জয়ী হয়ে আমি খুশি।’
×