ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না করুন নায়ার

প্রকাশিত: ০৫:৪২, ৪ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না করুন নায়ার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে মনে করছেন ভারতীয় ব্যাটসম্যান করুন নায়ার। উদীয়মান এই ব্যাটসম্যান বলেছেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেয়া ঠিক হবে না। বর্তমান সময় দারুণ খেলছে তারা।’ প্রতিপক্ষকে সমীহ করলেও নিজ দেশকে এগিয়ে রাখতে চান তিনি, ‘আমরা এখন টেস্টের শীর্ষস্থানে রয়েছি, আমাদের দলও অনেক শক্তিশালী।’ ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে শুরু ভারত-বাংলাদেশ একমাত্র টেস্ট। ঘরের মাটিতে এর পরপরই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে ভারত। অসিদের পাশাপাশি বাংলাদেশকে নিয়েও নিজের চিন্তার কথা জানিয়েছেন নায়ার, ‘অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশকে নিয়েও ভাবছি আমরা।’ স্ট্যাটাস পাওয়ার গত ১৬ বছরে ভারতের সঙ্গে হাতে গোনা কয়েকটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার সবকটিই দেশের মাটিতে। এতদিনে টাইগাররা প্রথম সেদেশে আমন্ত্রণ পেয়েছে। টেস্টে শক্তি ও পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। তাছাড়া বিরাট কোহলির দল ঘরের মাটিতে বাংলাদেশের চেয়ে বেশ ভাল অবস্থানে থাকবে। সম্প্রতি তারা ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে। আর টেস্টের র‌্যাঙ্কিয়ে ভারত যেখানে এক নম্বরে, সেখানে বাংলাদেশ রয়েছে নবম অবস্থানে। তবে নায়ার র‌্যাঙ্কিং দিয়ে প্রতিপক্ষকে বিচার করতে চান না। কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে সিরিজেই ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে (চেন্নাই টেস্টে ৩০৩*) রাতারাতি নায়ক হয়ে যান ২৫ বছর বয়সী রাজস্থান প্রতিভা। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতীয় দলে রয়েছেন বিধ্বংসী এই ব্যাটসম্যান। টাইগারদের বিপক্ষেও জ্বলে উঠতে চান নায়ার। দু’দিন আগে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ বলে মন্তব্য করেছিলেন ঋদ্ধিমান সাহা। ইনজুরি কাটিয়ে ফেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান পরিচিত কন্ডিশন আর টাইগারদের সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনায় নিয়েই অমনটা বলেছিলেন। বোঝা যাচ্ছে, আলোচিত টেস্ট ঘিরে ভারতীয় ক্রিকেটারদেরও আগ্রহ অনেক।
×