ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফ্রিকান নেশন্স কাপ

৯ বছর পর ফাইনালে ক্যামেরুন

প্রকাশিত: ০৫:৪২, ৪ ফেব্রুয়ারি ২০১৭

৯ বছর পর ফাইনালে ক্যামেরুন

স্পোর্টস রিপোর্টার ॥ নয় বছর পর আফ্রিকান নেশন্স কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ক্যামেরুন। বৃহস্পতিবার রাতে আসরের দ্বিতীয় সেমিফাইনালে আফ্রিকান সিংহরা ২-০ গোলে হারিয়েছে ঘানাকে। আগামীকাল রবিবার রাতে ফাইনালে আসরের সেরা সাফল্যের দেশ মিসরের মুখোমুখি হবে ক্যামেরুন। ১৫ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দেশটি। ২০০৮ সালের আসরের ফাইনালেও একে অপরের মুখোমুখি হয়েছিল মিসর-ক্যামেরুন। সেবার ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় নীল নদের দেশটি। এবার তাই আফ্রিকান সিংহদের প্রতিশোদের সুযোগ। গ্যাবনের ফ্রান্সভিলেতে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা। ম্যাচের ৭২ মিনিটে প্রতিপক্ষের একটি ফ্রিকিক আটকে দিতে গিয়ে ব্যর্থ হয় ঘানার রক্ষণভাগ। সুযোগটি কাজে লাগিয়ে ক্যামেরুনকে এগিয়ে নেন মাইকেল নগাডেউ-নগাডজুই। উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ ম্যাচে যোগ করা সময়ের কয়েক সেকেন্ড বাকি থাকতে পাল্টা আক্রমণে ক্যামেরুনের জয় নিশ্চিত করা গোলটি করেন ক্রিশ্চিয়ান বাসোগগ। এরআগে বারকিনা ফাসোকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো নেশন্স কাপের ফাইনালে উঠেছে মিসর। তাদের জয় ছিল বেশ রোমাঞ্চকর। নির্ধারিত সময় ছিল ১-১ গোলে ড্র। অতিরিক্ত ত্রিশ মিনিটে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে শেষ হাসি হাসে আফ্রিকান নেশন্স কাপে সর্বোচ্চ সাতবারের শিরোপা জয়ী মিসর। দীর্ঘদিন পর এবার ছন্দ ফিরে পেয়েছে মিসর। তাদের ভাবনা জুড়ে শুধুই শিরোপা।
×