ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে খেলার লক্ষ্য রুমানাদের

প্রকাশিত: ০৫:৪১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বকাপে খেলার লক্ষ্য রুমানাদের

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার দুপুরে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০১৭ মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব। দুই গ্রুপে ৫টি করে মোট ১০ দল অংশ নেকে এ বাছাইয়ে। সেরা চারটি দল সুযোগ পাবে ২০১৭ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে খেলার। বাংলাদেশের মেয়েদের লক্ষ্যটা বিশ্বকাপ খেলার টিকেট অর্জন। এমনটাই জানিয়েছেন অধিনায়ক রুমানা আহমেদ। তবে প্রাথমিকভাবে সুপার সিক্সে ওঠাই থাকবে লক্ষ্য। কারণ তাতে করে ওয়ানডে স্ট্যাটাস আরও চার বছরের জন্য নিশ্চিত হবে। বাংলাদেশের মেয়েরা এবার খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুইয়ে। উভয় গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে উঠবে। সুপার সিক্স নিশ্চিত করতে পারলেই আগামী চার বছরের জন্য ওয়ানডে মর্যাদা অটুট থাকবে। এ কারণে বাংলাদেশের মেয়েদের প্রাথমিক লক্ষ্য সুপার সিক্সে ওঠা। সেটাকে তেমন কঠিন হিসেবে দেখছেন না রুমানা। কারণ নিজেদের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ছাড়া বড় কোন প্রতিপক্ষ নেই। সম্প্রতিই দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গিয়ে অবশ্য বিপর্যস্ত অবস্থায় রয়েছে বর্তমানে বাংলাদেশ মহিলা দল। এরপর অনুশীলনেই সীমাবদ্ধ থেকেছে প্রস্তুতি। সেই প্রোটিয়া মেয়েদের সঙ্গেই একই গ্রুপে লড়তে হবে বাংলাদেশ দলকে। এ বিষয়ে রুমানা বলেন, ‘আমরা মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে চাই। কিন্তু টুর্নামেন্টে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দুটো দল খেলার কারণে এটা সহজ হবে না। পাকিস্তান ও শ্রীলঙ্কাও আছে বড় প্রতিপক্ষ হিসেবে।’ উল্লেখ্য, বাছাইয়ের সেরা চারটি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বর্তমান সময়ে বাংলাদেশের মেয়েরা বেশ নাজুক অবস্থায় রয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপেও ব্যর্থ হয়েছে দলটি। হেরেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে। কিন্তু বাছাইয়ের জন্য ভাল প্রস্তুতি হয়েছে দাবি করে রুমানা বলেন, ‘আমরা এই আসরের জন্য কঠোর অনুশীলন করেছি। এখানে আসার আগে আমরা অনেকগুলো ভাল মানের ম্যাচ খেলেছি। আমরা প্রতিপক্ষদের সঙ্গে বেশ পরিচিত এবং পরিবেশটাও জানা। আমাদের ফলাফলগুলো হয়তো নিজেদের পক্ষে আসেনি কিন্তু আশা করছি ভুলগুলো থেকে আমাদের অভিজ্ঞতা বেড়েছে এবং অনেক কিছু শিখতে পেরেছি।’ বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের ম্যাচ শুরু হবে ৭ ফেব্রুয়ারি পাপুয়া নিউগিনির বিরুদ্ধে। এরপর ৮ ফেব্রুয়ারি পাকিস্তান, ১০ ফেব্রুয়ারি স্কটল্যান্ড ও ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হবেন রুমানারা। এ বিষয়ে রুমানা বলেন, ‘সবগুলো দলেরই লক্ষ্য বিশ্বকাপে খেলার। এটা চূড়ান্ত পর্ব সেই মঞ্চে যাওয়ার। আমাদের দলটা সেই স্বপ্ন বাস্তব করার ক্ষেত্রে খুব একটা দূরে নেই।’
×