ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ বিসিএলে মাঠে নামছেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৫:৪১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

আজ বিসিএলে মাঠে নামছেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় দুই বছর পেরিয়ে গেছে, কোন লঙ্গার ভার্সন ক্রিকেট ম্যাচ খেলেননি। অবশেষে আবার সাদা পোশাকে নামছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য বাঁহাতি পেসার তিনি। আজ থেকে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের শুরু হওয়া ম্যাচে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে মাঠে নামবেন তিনি। অথচ দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার জন্য এখন পর্যন্ত পুরোপুরি ফিট হয়ে ওঠেননি এমন অজুহাতে ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের দলে রাখা হয়নি এ বাঁহাতিকে। অথচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাদা জার্সিতে চারদিনের ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিরুদ্ধে খেলবেন তিনি। গত বছরের শুরু থেকেই ইনজুরিতে ভুগেছেন মুস্তাফিজ। ধূমকেতুর মতো আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটা এ ক্রিকেটার মুহূর্তের মধ্যেই আলোড়ন তুলেছিলেন বিশ্ব ক্রিকেটে। কিন্তু ২০১৫ সালটা দুর্দান্ত গেলেও গত বছর আর বেশি খেলার সুযোগই পাননি। এর পেছনে কারণ ইনজুরি। ক্যারিয়ার শুরুর পর থেকেই অপরিহার্য হয়ে ওঠায় টানা খেলতে হয়েছে তরুণ মুস্তাফিজকে। আর সেই ধকলেই পড়ে গেছেন শেষ পর্যন্ত বড় ধরনের চোটে। সে কারণে বাম কাঁধে অস্ত্রোপচারও করাতে হয়েছে। টানা ৫ মাস সবধরনের ক্রিকেট থেকে বাইরে ছিলেন। অবশেষে এবার ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ফেরেন তিনি। কিন্তু শতভাগ ফিট কি হতে পেরেছিলেন এ তরুণ? তা পারেননি সেটা বোঝা গেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর পর। প্রথম ওয়ানডে খেললেও পরেরটায় বিশ্রাম দেয়া হয়েছে। টি২০ সিরিজেও তিন ম্যাচ খেলেননি। ওই সময় কোমরের ব্যথা অনুভব করছেন বলে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলেও রাখা হয়নি তাকে। আগেভাগেই দেশে ফিরে আসতে চেয়েছিলেন নিউজিল্যান্ড থেকে। কিন্তু প্রথম টেস্টে একসাথে বেশ কয়েকজনের ইনজুরিতে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের দলে নেয়া হয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত খেলান হয়নি মুস্তাফিজকে। কারণ দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার জন্য আসলে তখনও ফিটনেস অর্জন করতে পারেননি তিনি। মুস্তাফিজ বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৫ সালের ৩০ জুলাই মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হওয়া ম্যাচে। তারপর থেকেই তিনি টেস্ট দলের বাইরে। সে বছরই অক্টোবরে ফতুল্লায় ঢাকা বিভাগের বিরুদ্ধে খুলনার হয়ে মাঠে নেমেছিলেন চারদিনের ম্যাচে। প্রথমশ্রেণীর আসর জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) সেই ম্যাচটাই ছিল মুস্তাফিজের খেলা সর্বশেষ লঙ্গার ভার্সন ম্যাচ। ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক এক টেস্ট খেলতে গেছে বাংলাদেশ দল। টেস্ট মর্যাদা অর্জনের ১৭ বছর পেরিয়ে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট ম্যাচ। এই ঐতিহাসিক ঘটনার অংশ হওয়া হচ্ছে না মুস্তাফিজের। সেজন্য অবশ্য নিজেই কিছুটা দায়ী। ইনজুরি কাটিয়ে ফেরা এই বাঁহাতি পেসার নিজেকে এখনও মানসিকভাবে ফিট মনে করছেন না টেস্ট ম্যাচ খেলার জন্য। সে কারণেই ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে অনীহা জানিয়েছিলেন মুস্তাফিজ নিজেই। সেই মুস্তাফিজ আজ নামছেন ৪ দিনের ম্যাচ খেলতে। তাকে কিছুদিন বিশ্রাম দেয়ার কথাই বলা হয়েছিল। কিন্তু পুরোদমে অনুশীলন চালিয়ে গেছেন তিনি। ৫ দিনের টেস্ট ম্যাচ খেলার জন্য ফিটনেস নেই, অথচ ৪ দিনের প্রথমশ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলবেন। তার দল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল এমনটাই জানিয়েছে। সিলেটে ম্যাচটি শুরু হবে আজ পূর্বাঞ্চলের বিরুদ্ধে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল জানিয়েছে, শনিবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচের সেরা একাদশে মুস্তাফিজকে আশা করছে তারা। তবে বিষয়টি এখনও পরিষ্কার হয়নি। যদিও অনুশীলনে মুস্তাফিজকে ফিটই মনে হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে তাকে আরও সময় নিতে বলা হয়েছে। মুস্তাফিজ যদি বিসিএল খেলেন তাহলে ভারতের বিপক্ষে টেস্ট খেলতেও কোন সমস্যা থাকার কথা ছিল না। কারণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লঙ্গার ভার্সন বিসিএলও চারদিনের। সেদিক থেকে অনেকটা একই ধকল নিতে হবে বাঁহাতি এই পেসারকে।
×