ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রভাবশালীদের নির্দেশে আবার ফুটপাথে হকার

প্রকাশিত: ০৫:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭

প্রভাবশালীদের নির্দেশে আবার ফুটপাথে হকার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্দেশনা উপেক্ষা করে রাজধানীর গুলিস্তান, পল্টনসহ পার্শ্ববর্তী এলাকায় পসরা সাজিয়ে বসেছেন হকাররা। বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত এ চিত্র দেখা গেছে। গুলিস্তান, বায়তুল মোকাররম, পল্টন, দৈনিক বাংলা মোড়, বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার ফুটপাথে হকারদের বসতে দেখা গেছে। ডিএসসিসির পক্ষ থেকে সন্ধ্যা সাড়ে ৬টার আগে বসতে নিষেধ করা হলেও স্থানীয় প্রভাবশালীদের নির্দেশে অনেক হকার দোকান খুলেছেন। গুলিস্তানের ফুলবাড়িয়া ফুটপাথের ব্যবসায়ী বদিউল আলম বলেন, ‘১১ বছর ধরে এখানে দোকান করছি। বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। এখন কী করে খাব? মেয়র কি আমাদের খাওয়াবেন? উচ্ছেদ শুরু হলে চলে যাব, আবার দোকান নিয়ে বসব।’ এ ব্যাপারে রামপুরার বাসিন্দা আব্দুল্লাহ বিন আজিজের সঙ্গে গুলিস্তানে কথা হয়। তিনি বলেন, সকালে সদরঘাট যাওয়ার সময় দেখি গুলিস্তান, পল্টনে ফুটপাথে সামনে হকাররা দোকান নিয়ে বসেছেন। আসার সময় একই অবস্থা। সাধারণ মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে না পেরে রাস্তা দিয়ে হাঁটছেন। পল্টন থানার এক উপপরিদর্শক (এসআই) নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডিএসসিসির হকার উচ্ছেদ শেষ হলে স্থানীয় প্রভাবশালীদের নির্দেশে হকাররা আবার ফুটপাথে বসেছে। এ ব্যাপারে ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন একটি অনলাইনকে বলেন, কর্মদিবসে গুলিস্তান, মতিঝিল ও এর আশপাশ এলাকার ফুটপাথে দিনের বেলা কোনো হকার বসতে পারবেন না। যারা নির্দেশনা অমান্য করে দোকান নিয়ে ফুটপাথে বসছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব ওই অনলাইনকে বলেন, হকাররা টুকরিতে মালামাল নিয়ে বসছেন। অভিযানের খবর জানতে পেরে তারা সটকে পড়েন। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। দিনের বেলায় জনসাধারণের চলাচলের জন্য ফুটপাথ হকারমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। যেসব হকার দিনের বেলায় ফুটপাথে দোকান নিয়ে বসবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হকারদের পুনর্বাসনের বিষয় নিয়ে গত ১১ জানুয়ারি নগর ভবনের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও হকার নেতাদের সঙ্গে বৈঠক করেন মেয়র। বৈঠকে সিদ্ধান্ত হয় ১৫ জানুয়ারি থেকে কর্মদিবসে গুলিস্তান, মতিঝিল ও এর আশপাশ এলাকার ফুটপাথে দিনের বেলা কোনো হকার বসতে দেয়া হবে না। তবে অফিস শেষে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তারা গুলিস্তান-মতিঝিল এলাকায় বসতে পারবে।
×