ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার আওতায় রাজশাহী নগরী

প্রকাশিত: ০৫:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০১৭

অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার আওতায় রাজশাহী নগরী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে ৬৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম। সিটি কর্পোরেশন সূত্র জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটিত হলেও কোন ক্লু না থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই নগরীর গুরুত্বপূর্ণ ১৭টি স্থানে মোট ৬৫ টি থ্রি মেগাপিক্সেল রেজুলেশনের ক্যামেরা বসানো হয়েছে। এরমধ্যে রয়েছে বেজ টাওয়ার ১টি ও রিসিভার টাওয়ার ১৭টি। রোদ-বৃষ্টি-ঝড় সহনশীল এসব সিসি ক্যামেরা রাতেও ৬০ মিটার দূরত্ব থেকে ছবি ধারণে সক্ষম। তবে বিমান চলাচলে যাতে সমস্যা না হয় এজন্য টাওয়ারগুলোতে এ্যাভিয়েশন লাইট স্থাপন করা হয়েছে। আর সংগৃহীত ফুটেজ সংরক্ষণের জন্য চার টেরাবাইটের ১২টি হার্ডওয়্যার রয়েছে। এ কাজে ব্যয় হয়েছে ৬৭ লাখ ৫৫ হাজার টাকা। অনুষ্ঠানে মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, রাসিকের এ উদ্যোগ সত্যিই প্রশংসার। এর ফলে অপরাধ প্রবণতা কমে আসবে, অপরাধী ধরা পড়বে এবং নগরীর ট্রাফিক জ্যামও নিয়ন্ত্রিত হবে। শহরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে রাসিককে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি মাদক নিয়ন্ত্রণে প্রচলিত আইনের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের মাদক থেকে দূরে থাকতে সচেতনতা সৃষ্টিতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, রাজশাহী শান্তির নগরী। এ নগরীর মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। বিশ্বের উন্নত শহরের ন্যায় এখানকার মানুষের জীবনমান বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের অন্য শহরের তুলনায় এখানে বসবাসের জন্য খুবই উপযোগী আবহাওয়া বিরাজ করে। ফলে এখানে রয়েছে শান্তির প্রবাহ। রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম জানান, নগরবাসীর নিরাপত্তা বিধানে রাজশাহী সিটি কর্পোরেশন সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে আরও গতিশীল করবে। নগরীর নিরাপত্তা বিধান ও অপরাধ প্রবণতা দমনে রাসিক এ উদ্যোগ গ্রহণ করেছে। যার সুফল নগরবাসী ইতোমধ্যে পেতে শুরু করেছে। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন রিটু।
×