ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীর আরডিএ মার্কেট আধুনিকায়নের উদ্যোগ ॥ হাজার কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৫:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০১৭

রাজশাহীর আরডিএ মার্কেট আধুনিকায়নের  উদ্যোগ ॥ হাজার কোটি টাকার প্রকল্প

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহী নগরীর সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র আরডিএ মার্কেট এবার সম্প্রসারণ করে আধুনিক ও দর্শনীয় করার উদ্যোগ নেয়া হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মার্কেটটি বিশাল পরিসরে আধুনিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আরডিএ কর্তৃপক্ষ জানায়, রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় বিশাল এলাকাজুড়ে মার্কেটটি ভেঙ্গে নতুন করে বহুতল আধুনিক মার্কেট নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। সম্পূর্ণ আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াও দর্শনীয় এ মার্কেট নির্মাণে এক হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আরডিএর চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমান। প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে এ প্রকল্প বাস্তবায়ন নিয়ে রবিবার সরকারী দলের রাজশাহীর নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়েছে। বৈঠকে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন। বৈঠকে এ প্রকল্প বাস্তবায়নে তাদের সহযোগিতা চান আরডিএর চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমান। এসময় নেতৃবৃন্দ এই মেগা প্রকল্প বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আরডিএ চেয়ারম্যান জানান, রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার এলাকায় অবস্থিত মার্কেটটি আধুনিকভাবে নির্মাণ করতে ইতোমধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। মেগা এ প্রকল্পের প্রস্তাবনায় সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে। তিনি জানান, সাহেববাজার ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে কাঁচাবাজার পর্যন্ত সম্পূর্ণ আধুনিক ডিজাইনের নকশায় মার্কেট নির্মাণ করা হবে। যার ডিজাইন করার কাজ চলছে। এ কারণে ইতোমধ্যেই আরডিএ মার্কেটের সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বর্তমানের যত ব্যবসায়ী সেখানে ব্যবসা করছেন তার দ্বিগুণ ব্যবসায়ী সেখানে ব্যবসার সুযোগ পাবেন বলে জানান অধ্যক্ষ বজলুর রহমান। আরডিএ চেয়ারম্যান বলেন, রাজশাহী মহানগরীর সবচেয়ে ব্যস্ত মার্কেট হচ্ছে আরডিএ মার্কেট। দীর্ঘদিন ধরে মার্কেটটির জরাজীর্ণ অবস্থা। প্রথম থেকেই অপরিকল্পিতভাবে মার্কেটটি নির্মাণ করা হয়েছে। সেখানে কোন দুর্ঘটনা ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ডিসিসি মার্কেটের ক্ষেত্রে এমনটি ঘটেছে। আরডিএ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এটা অনেক বড় একটি প্রকল্প। মার্কেটটির মধ্যে শত শত ব্যবসায়ী আছে। সবার আগে তাদের পুনর্বাসন করা প্রয়োজন। এছাড়াও এতবড় প্রকল্প শুরু করতে অনেক পরিকল্পনার বিষয় আছে। এসব পরিকল্পনা সঠিকভাবে নেয়ার পরেই আরডিএ মার্কেট আধুনিকায়নের প্রকল্পের কাজ শুরু করা হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি। তিনি বলেন, এ প্রকল্প নিয়ে সরকারী মহলে প্রথমিক আলোচনা শুরু হয়েছে। প্রথম পর্যায়ের রাজশাহীর নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করা হয়। এর পর ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান আরডিএর চেয়ারম্যান। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, আরডিএ মার্কেটে যেতে মানুষ এখন ভয় পায়। শহরের প্রাণকেন্দ্রে এ রকম জরাজীর্ণ মার্কেট থাকতে পারে না। তাই আরডিএ কর্তৃপক্ষ আধুনিক ও বহুতল ভবন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। রাজশাহীর জন্য এটি একটি মেগা প্রকল্প। এর বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা সরকারী দলের পক্ষ থেকে দেয়া হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, ১৯৮৮ সালে নগরীর সাহেববাজারে (বর্তমানে আরডিএ মার্কেট) ১৩৭ ক্ষুদ্র ব্যবসায়ীকে অস্থায়ীভাবে ব্যবসা করার জন্য অনুমতি দেয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। ২০০৬ সালে মার্কেটের সংস্কার ও বর্ধিতকরণে ব্যবসায়ীদের কাছে দোকানঘর হস্তান্তর করা হয়। এটিই রাজশাহী নগরীর সবচেয়ে বড় ও ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র। তবে অপরিকল্পিতভাবে এর নক্সা অনুমোদন দেয়ায় ঘিঞ্জি ও ঝুঁকিপূর্ণ মার্কেটে পরিণত হয়েছে। অনেকে সাচ্ছন্দ্যে এ মার্কেটে যেতে পারেন না। গরমের সময় বেশিক্ষণ এ মার্কেটে টেকা দায় হয়ে পড়ে। সবকিছু মাথায় রেখেই আধুনিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য মেগা প্রকাল্পের উদ্যোগ নেয়া হয়েছে।
×