ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় দুই ভাষাসৈনিক

প্রকাশিত: ০৫:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭

মাগুরায় দুই ভাষাসৈনিক

মাতৃ ভাষার দাবি প্রতিষ্ঠার জন্য ১৯৫২ সলে যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে মাগুরা জেলায় এখনও দুজন জীবিত রয়েছেন। এরা হলেন এজি একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাষাসৈনিক খান জিয়াউল হক, মাগুরা পৌরসভার সাবেক কমিশনার ভাষাসৈনিক আমিনুল ইসলাম চাঁন্দু মিয়া। ভাষা আন্দোলনের দীর্ঘদিন চলে গেলেও তাদের কপালে কোন স্বীকৃতি জোটেনি। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় ঢাকার আন্দোলনের ধারা মাগুরাতে বয়ে গিয়েছিল। মাগুরায় মিছিল সমাবেশ হয়েছিল। যার পুরোভাগে ছিলেন এদের খান জিয়াউল হক, নাসিরুল ইসলাম আবু মিয়া, আব্দুল জলিল, আমিনুল ইসলাম চাঁন্দু মিয়া, আজিম দেওয়ান এবং শ্রীপুরের নাকোলে একে হামিদুজ্জামান এহিয়া। মাগুরা নোমানী ময়দান থেকে মিছিল বের হয়ে চৌরঙ্গীতে সমাবেশ হয়েছিল। ২১ ফেব্রুয়ারি ভায়া আন্দোলনে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেলেও মাগুরার ভাষা সৈনিকদের কপালে জোটেনি কোন স্বীকৃতি। ইতোমধ্যে ভাষাসৈনিকদের অনেকেই মারা গেছেন। বেঁচে আছেন হাতেগোনা কয়েকজন। এদের মধ্যে দুজন হলেন এজি একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খান জিয়াউল হক ও মাগুরা পৌরসভার সাবেক কমিশনার আমিনুল ইসলাম চাঁন্দু মিয়া। খান জিয়াউল হক মাগুরা এজি একাডেমি হাই স্কুলে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে বর্তমান অবসর জীবনযাপন করছেন। পাশাপাশি বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। আমিনুল ইসলাম চাঁন্দু মিয়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। তিনি মাগুরা পৌরসভার সাবেক কমিশনার ছিলেন। বয়সের কারণে হাঁটা-চলা সীমিত হয়ে গেছে। কয়েক বছর পূর্বে এক অনুষ্ঠানে ভাষাসৈনিক এ কে হামিদুজ্জামান এহিয়া, আব্দুল জলিল খান, মির্জা সৈকত হোসেনকে মরণোত্তোর ও ভাষাসৈনিক খান জিয়াউল হক, আমিনুল ইসলাম মিয়াকে সম্মাননা প্রদান করেছিল জেলা কবি-সাহিত্যিক ঐক্যজোট পরিষদ। তার পর কেউ কোন উদ্যোগ নেয়নি। Ñ সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×