ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আসাদ চৌধুরী

প্রকাশিত: ০৫:৩২, ৪ ফেব্রুয়ারি ২০১৭

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আসাদ চৌধুরী

সঞ্জয় সরকার নেত্রকোনা থেকে ॥ খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ২০১৭ পাচ্ছেন বাংলা সাহিত্যের প্রতিথযশা কবি আসাদ চৌধুরী। আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার নেত্রকোনায় ২১তম বসন্তকালীন সাহিত্য উৎসবে কবির হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। জানা গেছে, নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়া বকুলতলায় প্রতিবছরের মতো এ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। সংগঠনটির সভাপতি কবি কামরুজ্জামান চৌধুরী জানান, উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান ছাড়াও শোভাযাত্রা, বসন্ত বন্দনা, আলোচনা সভা, কবিতাপাঠ এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর আগে অধ্যাপক কবীর চৌধুরী, ড. আনিসুজ্জামান, ড. হুমায়ূন আহমেদ, যতীন সরকার, নির্মলেন্দু গুণ, অধ্যাপক জাফর ইকবাল, কবি মহাদেব সাহা, সাহিত্যিক সেলিনা হোসেন, রাবেয়া খাতুন, হেলাল হাফিজ, বুলবন ওসমান, আবু হাসান শাহরিয়ার, আলতাফ হোসেন, জাকির তালুকদার, নাট্যকার সেলিম আল দীনসহ ২১ কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। নেত্রকোনায় জন্ম নেয়া প্রখ্যাত উপন্যাসিক খালেকদাদ চৌধুরীর নামে ১৯৯৭ সাল থেকে এ সাহিত্য পুরস্কার চালু করা হয়।
×