ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্লোজআপ কাছে আসার তিন গল্প নির্বাচিত

প্রকাশিত: ০৫:৩১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ক্লোজআপ কাছে আসার তিন গল্প নির্বাচিত

সংস্কৃতি ডেস্ক ॥ ‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’ ক্যাম্পেনে আসা অসংখ্য গল্প থেকে তিনটি গল্প নির্বাচিত করা হয়েছে। বিজয়ী তিন গল্পকার হলেন তরিকুল ইসলাম তপু, আতিয়া অনুলী ও মনসুর আহমেদ। সেরা তিন গল্প নিয়ে নির্মিত হচ্ছে ভালবাসা দিবসের তিন নাটক। ‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’ নিবেদিত নাটক তিনটি আগামী ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে বাংলাভিশনে রাত ৮-৪৫ মিনিটে প্রচার হবে। নাটক তিনটি পরিচালনা করছেন দেশের স্বনামধন্য পরিচালক। মনসুর আহমেদ রচিত ‘তোমার পিছু পিছু’ নাটকটি পরিচালনা করছেন পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা তাহসান ও মীম। এই নাটকের টাইটেল গান ‘খুব কাছে’ কম্পোজ করেছেন সঙ্গীত পরিচালক ও শিল্পী অদিত রহমান। তরিকুল ইসলাম তপু রচিত ‘মেঘ এনেছি ভেজা’ নাটকটি পরিচালনা করছেন রুবায়েত মাহমুদ। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন সাবিলা এবং সিয়াম। এই নাটকের টাইটেল গান ‘কাছে আসার উৎসবে’ কম্পোজ করেছেন সঙ্গীত পরিচালক ও শিল্পী মিনার রহমান। পরিচালক আর বি প্রীতম পরিচালনা করছেন আতিয়া অনুলী রচিত ‘কেউ জানে না’ নাটকটি। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন ও জোভান। এই নাটকের টাইটেল গান ‘কেউ জানে না’ কম্পোজ করেছেন সঙ্গীত পরিচালক ও শিল্পী আরাফাত মহসিন। ‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’ ক্যাম্পেনে সেরা তিনটি গল্প নিয়ে নাটক নির্মাণে পরিচালকেরা অনেকটাই উচ্ছ্বসিত। আশা করা হচ্ছে, পরিচালকদের দক্ষতা এবং এক ঝাঁক তারকার অভিনয়শৈলীতে নাটকগুলোও হয়ে উঠবে সেরা। আসছে ভালবাসা দিবসে তিনটি ভাল নাটক উপভোগ করবেন দর্শকরা।
×