ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামার দুই প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৩১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামার দুই প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামার প্রদর্শনী হবে আজ। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলমান মাসব্যাপী ‘লোক কারুশিল্প মেলা লোকজ উৎসব-২০১৭’-এ ‘জাদুর প্রদীপ’-এর একটি বিশেষ মঞ্চায়ন হয়। প্রদর্শনীগুলোতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। ‘আরব্য রজনী’র অমর কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামায় আঙ্গিক, সাত্বিক এবং আহার্যের নান্দনিক উপস্থাপনায় সম্পৃক্ত হয়েছেন জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, মোস্তাফিজ, শাওন, আঁচল, তানভীর, জেবু, ঊষা, অন্তর, নাবলু, সম্রাট, রাজু, জাহিদ, সাইদ, বিপুল, কাসপিয়া প্রমুখ। বলা হয়ে থাকে মূকাভিনয় আঙ্গিকে নির্মিত পূর্ণাঙ্গ দৈর্ঘ্যরে নাট্যপ্রযোজনাই মাইমোড্রামা বা মূকনাট্য। বাংলাদেশের নাট্যচর্চায় এটি একটি অসীম সম্ভাবনাময় কিন্তু প্রচ-ভাবে অবহেলিত ক্ষেত্র। দেশে এ পর্যন্ত মাত্র কয়েকটি মাইমোড্রামা নির্মিত হয়েছে। ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’-এর প্রদীপ-আলাাদিন-জাদুকর-রাজকন্যা-দৈত্যনির্ভর কাহিনীটি সারাবিশ্বে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ এবং কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’ মঞ্চায়নের ক্ষেত্রে স্বপ্নদলের প্রত্যাশা প্রচলিত নাট্যচর্চার বিপরীতে দর্শককে নতুনতর অভিজ্ঞতার আনন্দ প্রদান, অভিনেতার শারীরিক সম্ভাবনার অন্তহীন যাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক ভাষা হিসেবে থিয়েটারের সম্ভাবনা যাচাই এবং প্রয়োজনীয় সব উৎসমুখ বিদ্যমান থাকা সত্ত্বেও বাংলার নিজস্ব মূকাভিনয়রীতির ধারাবাহিকতা বজায় না থাকার ঐতিহাসিক দায় কিছুটা হলেও মোচন। প্রকৃতপক্ষে এ প্রযোজনায় ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয়-আঙ্গিক ‘বাংলা মূকাভিনয়রীতি’ নির্মাণের ব্যবহারিক গবেষণা অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে।
×