ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিছানা থেকে পড়ে...

প্রকাশিত: ০৫:৩১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

বিছানা থেকে  পড়ে...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শরণার্থীদের ও সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারির পর সারাবিশ্ব এখন নড়ে চড়ে বসেছে। বিষয়টি নিয়ে খোদ যুক্তরাষ্ট্রসহ সরব হয়েছে গোটা দুনিয়া। এবার মার্কিন টেলিভিশন সেলিব্রেটি কিম কার্দশিয়ান প্রতিবাদীদের তালিকায় নিজের নাম লেখালেন। সন্ত্রাসবাদ ঠেকাতে যুক্তরাষ্ট্রে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে শরণার্থীদের ও মুসলিম দেশের নাগরিকদের প্রবেশ। নির্বাচনের প্রচারের সময়ও ট্রাম্প ইসলামিক স্টেটের সন্ত্রাসবাদের কথা বারবার তুলে এনেছিলেন। কিন্তু কিম এ কারণের জন্য শরণার্থীদের ও মুসলিম প্রধান দেশের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞাকে অর্থহীন বলে মনে করেন। টুইটারে একটি পরিসংখ্যানের মাধ্যমে কিম দাবি করেছেন যে সন্ত্রাসবাদের থেকেও অন্যান্য কারণে যুক্তরাষ্ট্রের মানুষ প্রাণ হারান। পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বছরে সন্ত্রাসবাদের কারণে মারা যায় পাঁচজন। সেখানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায় ৩১ জন আর বাসে ধাক্কা খেয়ে মারা যান ২৬৪ মানুষ। তাই শরণার্থীদের আটকানো অর্থহীন বলে মনে করেন কিম কার্দশিয়ান। কিমের পাশাপাশি ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছেন হলিউডের বহু লোক। তার মধ্যে এ্যাঞ্জেলিনা জোলিও রয়েছেন। সূত্র : এই সময়
×