ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপির সার্চ কমিটিতে অংশ নেয়া কূটচাল ॥ ইনু

প্রকাশিত: ০৫:২৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপির সার্চ  কমিটিতে  অংশ নেয়া  কূটচাল ॥  ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ ফেব্রুয়ারি ॥ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দল সার্চ কমিটির কার্যক্রমে অংশ নিচ্ছে। তবে বিএনপি ও তার শরিক দল দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে আগুনযুদ্ধ, জঙ্গী উৎপাত, রাজাকার, যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়াসহ বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকা- চালিয়ে আসছে। এর পরও তারা সার্চ কমিটিতে অংশ নিয়েছে। এটি তাদের কূটচাল কি না তা সঠিকভাবে বোঝা যাবে যখন রাষ্ট্রপতির অধীনে নির্বাচন কমিশন গঠন ও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত ঘোষণা করবে তখন। শুক্রবার সকালে তথ্যমন্ত্রী কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যতক্ষণ বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত দিচ্ছে না, নির্বাচন কমিশন যা গঠন হবে তা গ্রহণ করছে না ততক্ষণ পর্যন্ত তাদের এ সার্চ কমিটিতে অংশগ্রহণের বিষয়টি সুদূরপ্রসারী কূটচাল বলে মনে হচ্ছে। ইনু বলেন, সার্চ কমিটিতে অংশ নিলেও বিএনপি এখনও নির্বাচনে অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে অনির্বাচিত সরকার গঠনের প্রস্তাব দিয়ে পুরো পরিস্থিতি ঘোলাটের দিকে নিয়ে যাচ্ছে। এ প্রস্তাব মাঠে রেখে সার্চ কমিটিতে অংশ নেয়াকে কূটচাল বলেই মনে হচ্ছে। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, অতিরক্তি জেলা প্রশাসক সার্বিক মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×