ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসডিজি-৪ অর্জনে কৌশল ঠিক করতে ই-নাইন সম্মেলন কাল

প্রকাশিত: ০৫:২৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭

এসডিজি-৪ অর্জনে কৌশল ঠিক করতে ই-নাইন সম্মেলন কাল

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার শিক্ষাবিষয়ক ‘এসডিজি-৪’ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণে আগামীকাল ঢাকায় বসছে তিন দিনের ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষামন্ত্রীদের আন্তর্জাতিক এ সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার র‌্যাডিসন হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। এ সম্মেলনের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুই বছরের জন্য এ ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। শুক্রবার জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যার ব্যুরো (ব্যানবেইস) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ই-নাইন সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় আরও ছিলেনÑ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস ও চৌধুরী মুফাদ আহমেদ, ব্যানবেইস পরিচালক ফসিহ উল্লাহসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, উন্নয়নশীল নয় দেশের এ ফোরামের সদস্য রাষ্ট্রগুলোর শিক্ষামন্ত্রীরা তিন দিনের সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। সবার জন্য শিক্ষা কর্মসূচী সফল করতে ই-নাইনের আগের ১০টি সম্মেলন হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, এবার সদস্য দেশগুলো শিক্ষাবিষয়ক এসডিজি-৪ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণ করতে বসছে। পারস্পরিক যোগাযোগ ও তথ্যবিনিময়ের মাধ্যমে ইউনেস্কোর সবার জন্য শিক্ষা কর্মসূচী এগিয়ে নেয়া এবং দ্রুততার সঙ্গে সামষ্টিক সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে ১৯৯৩ সালে ভারতের নয়াদিল্লীতে ই-নাইন গঠিত হয়। বাংলাদেশ-ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিসর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজিরিয়া এ ফোরামের সদস্য। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো এক বা একাধিকবার এ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছে। বাংলাদেশ এবারই প্রথম ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনের উদ্বোধনের দিনই বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে ফোরামের সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হবে। তিন দিনের এ সম্মেলনের শেষে এসডিজি-৪ বাস্তবায়নের রোডম্যাপসংবলিত ‘ঢাকা ডিক্লারেশন’ গৃহীত হওয়ার কথা রয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এসডিজি-৪ বাস্তবায়নের প্রেক্ষাপটে ঢাকার এ সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে। এ সম্মেলন সফলভাবে আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এ ধরনের সম্মেলন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। ফোরামের বর্তমান সভাপতি পাকিস্তান। দাবি আদায়ে শিক্ষকদের রাজপথে নামার তাগিদ ॥ জিডিপির ৬ শতাংশ বাজেট শিক্ষায় বরাদ্দ করা, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তি, শিক্ষাব্যবস্থার জাতীয়করণসহ ২০১০ সালের শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবম জাতীয় সম্মেলনে তারা আন্দোলনের তাগিদ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ড. অজয় রায় বলেন, এ দাবি আদায়ের জন্য বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে প্রবল আন্দোলন করতে হবে। আন্দোলন সভাকক্ষ কিংবা সেমিনারের বাইরে সবচেয়ে বেশি রাজপথে হবে। রাজপথে শোভাযাত্রা করতে হবে, মিছিল-মিটিং নিয়ে নামতে হবে। প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট করতে হবে। শিক্ষক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে অজয় রায় আরও বলেন, যদি এ কর্মসূচী আপনারা গ্রহণ না করেন, তাহলে যে শিক্ষানীতি আমরা চাই তা বাস্তবায়িত হবে না। কাজেই আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। এছাড়া হেফাজতে ইসলামের চাওয়া অনুসারে পাঠ্যপুস্তকে ‘সাম্প্রদায়িক পরিবর্তন’ আনা হয়েছে মন্তব্য করে এ বিষয়ে সরকারকে সতর্ক করেন অজয় রায়। বলেন, জামায়াতে ইসলামীর চেয়েও এ মুহূর্তে সবচেয়ে ক্ষতিকর সংগঠন হিসেবে হাজির হয়েছে হেফাজতে ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক বালা বিজয় কুমার শিক্ষা বাজেটে বরাদ্দ বাড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলোর সরকার শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টিকে দেখে অপচয় হিসেবে। আমি বলব, আপনারা এটাকে বিনিয়োগ হিসেবে দেখুন। একই সঙ্গে নিয়মিত পঠন-পাঠনের বাইরে এসে সমাজকে ‘শিক্ষিত’ করার জন্য শিক্ষকদের নিজ নিজ ভূমিকা পালনের আহ্বান জানান বালা বিজয় কুমার। বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মাহফুজা খানম বলেন, সমাজ-রাষ্ট্র গঠনে একজন শিক্ষকের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি রাষ্ট্রেরও দায়িত্ব আছে এ শিক্ষকসমাজের প্রতি। রাষ্ট্রকে সে দায়িত্বটুকু পালন করতে হবে। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার বলেন, একটি জাতিকে পঙ্গু করতে হলে প্রথমে আঘাত হানতে হয় শিক্ষাব্যবস্থার ওপর। আজ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই আমাদের আন্দোলনে নামতে হবে। এছাড়া নিজেদের দাবি-দাওয়াসহ হেফাজতে ইসলামের নির্দেশনা মোতাবেক পাঠ্যপুস্তকে পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার ঘোষণাও দেন তিনি। সম্মেলনের উদ্বোধনী পর্বের শুরুতে বক্তব্য দেনÑ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন। তিনি সম্মেলনের সফলতা কামনা করে শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী পর্ব শেষে একটি শোভাযাত্রায় অংশ নেন সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষকরা। এরপর শুরু হয় সাংগঠনিক অধিবেশন।
×