ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বনবিভাগের তদন্ত

পাচার নয়, কুমির ছানাগুলোকে হত্যা করা হয়েছে

প্রকাশিত: ০৫:২৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭

 পাচার নয়, কুমির ছানাগুলোকে  হত্যা করা  হয়েছে

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট, ৩ ফেব্রুয়ারি ॥ সুন্দরবনের ‘করমজল বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্র’ থেকে উধাও হওয়া কুমির ছানাগুলো হত্যা করা হয়েছে বলে বন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে। শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, পাচার নয়, কুমির ছানাগুলো হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রের বনকর্মী মাহাবুব হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অস্থায়ী স্টাফ জাকির হোসেনকেও কেন্দ্র থেকে বহিষ্কার এবং মংলা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বন বিভাগ। মূলত বাচ্চাগুলো কেন্দ্রের দুটি প্যান থেকে নিখোঁজ হয়। এক থেকে দেড় বছর বয়সী কয়েকটি বাচ্চা ছাড়া অধিকাংশ বাচ্চার বয়স ছিল ৬ মাস। ডিএফও জানান, ২৯ জানুয়ারি ভোরে কেন্দ্রের একটি প্যান থেকে ৩৬টি কুমিরছানা নিখোঁজের বিষয়টি ধরা পড়ে। পরদিন ৩০ তারিখ ভোরে আরও সাতটি বাচ্চার সন্ধান পাওয়া যাচ্ছিল না। সব মিলে দুটি প্যান থেকে মোট ৪৩টি কুমিরের বাচ্চা নিখোঁজ হয়। ডিএফও সাইদুল ইসলাম বলেন, এসিএফের প্রাথমিক তদন্তে কুমিরের বাচ্চাগুলো হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এরই মধ্যে করমজল কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে মৃত অবস্থায় ৬টি বাচ্চা পাওয়া গেছে। আরও দুটি বাচ্চার বিচ্ছিন্ন মাথা ও একটি লেজ পাওয়া গেছে। ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন। কুমির ছানাগুলো হত্যার কারণ সম্পর্কে ডিএফও বলেন, ২৯ জানুয়ারি সন্ধ্যায় করমজল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলামের সঙ্গে ওই কেন্দ্রে বনকর্মী মাহাবুব হোসেনের কথা কাটাকাটি হয়। ওই বিরোধের জের ধরে ওসিকে বিপদে ফেলতেই মাহাবুব কুমির ছানাগুলো হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কেন্দ্রের বনকর্মী মাহাবুব হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বন বিভাগ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কেন্দ্রে দেখভালের দায়িত্বে থাকা অস্থায়ী ভিত্তিতে কাজ করা জাকির হোসেনকেও কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে এবং মংলা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বন বিভাগ।
×