ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ধর্মগুরুর শেষকৃত্যানুষ্ঠানে ট্রাকচাপায় নিহত ৮

প্রকাশিত: ০৫:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭

খাগড়াছড়িতে ধর্মগুরুর শেষকৃত্যানুষ্ঠানে ট্রাকচাপায় নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়িতে ট্রাকচাপায় আটজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। মাটিরাঙ্গার আলুটিলায় প্রয়াত এক বিহার অধ্যক্ষের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত লোকজনের ওপর নিয়ন্ত্রণহীন একটি ট্রাক উঠে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া দেশের অন্যত্র পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও ইউপি সদস্যসহ আরও আটজন নিহত হয়েছে। এর মধ্যে যশোরে এক পুলিশ কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া ইউপি সদস্য, কক্সবাজারে শিশুসহ তিনজন, শেরপুরে দুই যুবক এবং বরগুনায় এক এসএসসি পরীক্ষার্থী রয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা যায়, আলুটিলা এলাকার বটতলীস্থ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে জেলা সদরের জনবল বৌদ্ধ বিহার অধ্যক্ষ চন্দ্রমনি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে হাজারেরও বেশি নারী-পুরুষ ও শিশুর ভিড় জমে। অনুষ্ঠান শুরুর আগেই পাথর বোঝাই দ্রুতগামী একটি ট্রাক (নং-চট্টমেট্টো-১১-৩৮০০) নিয়ন্ত্রণ হারিয়ে নারী পুরুষ ও শিশুর ভিড়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ সাতজন প্রাণ হারায়। আহত হয় কমপক্ষে ১২ জন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনকে পাঠানো হয় চমেক হাসপাতালে। পরে একজনের মৃত্যু হয়। নিহতরা হলো নাইম্রা মারমা (৪০), উচিনু মারমা (১৫), আইপ্রু মারমা (১৫), পুলু মারমা (৩০), উক্রাচিং মারমা (৫), টুনটুনি মারমা (৬) ও অংক্যাচিং মারমা (১৮)। চমেক হাসপাতালে মারা যায় ববি মারমা। দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পৌর মেয়র রফিকুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, সুমন নামে এক হেলপার ট্রাকটি চালাচ্ছিল। মূলচালক, হেলপার এবং ট্রাকটিকে আটক করা হয়েছে। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নয়নময় ত্রিপুরা জানান, আশঙ্কাজনক তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হসপাতালে পাঠানো হয়। এদিকে খাগড়াছড়ি সেনাবাহিনীর পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে সাত হাজার টাকা ও আহতদের তিন হাজার টাকা সাহায্য দেয়া হয়েছে। পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নিহত প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা দেয়া হয়। চিকিৎসাধীন আহতদের ব্যয়ভার বহন করারও ঘোষণা দেয়া হয়। একজন বিহার অধ্যক্ষের দাহক্রিয়া অনুষ্ঠান তথা পুণ্যানুষ্ঠানে উপস্থিত নারী-পুরুষ ও শিশুর ভিড়ের ওপর এ ধরনের ট্রাকচাপার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যশোর ॥ যশোরের মনিরামপুরে ইটভাটার ট্রাকচাপায় এক এএসআই নিহত হয়েছে। শুক্রবার দুপুর একটার দিকে মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের জয়পুর ইমান আলীর আমতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সম্প্রতি মাগুরা সদর থানা হতে পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল থানায় যোগদান করেন। নিহতের স্বজনরা জানান, গত মাসের ২৯ তারিখে জাকির ছুটিতে বাড়ি আসেন। স্ত্রী-সন্তানকে নিয়ে নানা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে তিনি কেনাকাটা করতে মনিরামপুর বাজারে যান। সেখান থেকে বন্ধু জাহাঙ্গীর হোসেনের ব্যবহৃত পালসার বাইকটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ইমান আলীর আমতলার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটভাঁটির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। মনিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর ॥ শ্রীবরদীর পূর্ব ছনকান্দা থেকে কয়েকজন তরুণ পিকআপ ভ্যানে করে ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে পিকনিকে যাচ্ছিল। মাটিয়াকুড়া এলাকায় পেছন থেকে অপর একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১০ জন আহত হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় নিহতরা হলো পূর্ব ছনকান্দা গ্রামের সাইফুল ইসলাম (১৩) ও তার চাচাত ভাই আবু হামজা (১৪)। আহতদের মধ্যে দুজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার ॥ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চকরিয়ার হারবাং এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে শিশুসহ তিনজন নিহত এবং সাতজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। দুর্ঘটনায় নিহতরা হলো ইয়ামিন (৫), মাফিয়া বেগম (৫০) ও মাইক্রো চালক মোহাম্মদ আরিফ (৩২)। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরগুনা ॥ দরবার শরীফে জুমার নামাজ আদায় করে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও দুই পরীক্ষার্থী আহত হয়েছে। কোটবাড়িয়া এলাকার এ দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নাজমুল নিহত হয়। আহত দুজন হলো ইমরান ও রাসেল। এরা লেমুয়া পিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। ব্রাহ্মণবাড়িয়া ॥ সদর উপজেলার সুহিলপুর মীরহাটিতে শুক্রবার ট্রাকচাপায় গ্যাসচালিত অটোরিক্সার যাত্রী মোঃ আউয়াল মিয়া (৬৫) নিহত হয়েছেন। ভাটপাড়া গ্রামের আউয়াল মিয়া নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। দুর্ঘটনায় আরও দুজন আহত হন।
×