ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে জুতায় লুকিয়ে রাখা আধা কেজি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ০৫:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

শাহজালালে জুতায় লুকিয়ে রাখা আধা কেজি স্বর্ণের বার উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ পর পর তিন দিন গোপনাঙ্গ ও পায়ুপথে সোনার চালান ধরা পড়ায় কৌশল পাল্টেছে চোরাকারবারিরা। তাতেও শেষ রক্ষা হয়নি। এবার পায়ের জুতা জোড়ায় লুকিয়ে রাখা সোনাও ধরে ফেলেছেন কাস্টমস কর্তারা। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার সোল থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা করে কাস্টমস দল। বারগুলোর ওজন প্রায় আধা কেজি। ওই যাত্রীর নাম আওলাদ হোসেন। বাড়ি গাজীপুরে। তিনি দুবাইয়ের শারজাহতে থাকতেন। বৃহস্পতিবার রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম সোনার বারগুলো উদ্ধার করে। শুক্রবার সকালে কাস্টমস হাউসের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির সাংবাদিকদের জানান, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে রাত নয়টার দিকে ঢাকা আসেন আওলাদ। তার হাঁটার স্টাইল দেখেই সন্দেহ জাগে কাস্টমস কর্তাদের মনে। এ সময় তার পিছু নেয় তারা। তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে প্রিভেনটিভ টিম। তখন তার কাছে থাকা সোনার চালান থাকলে হস্তান্তর করার নির্দেশ দেয়া হয়। আওলাদ তখন পায়ের জুতোর দিকে বার বার তাকাচ্ছিলেন। তল্লাশির একপর্যায়ে তার জুতোর সোলের মধ্যে চারটি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন ৪৬৪ গ্রাম। মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এ ঘটনায় মামলায় হয়েছে।
×