ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৫:১১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

অন্য রকম

টাকশালকর্মীর জেল! কানাডার সাবেক টাকশালকর্মী লেস্টন লরেন্সের (৩৫) ৩০ মাসের জেল হয়েছে। পাশাপাশি তাকে এক লাখ ৪৫ হাজার ৯শ’ মার্কিন ডলার জরিমানা করা হয়। লরেন্স টাকশালে চাকরির সময় তার মলদ্বারে লুকিয়ে এক লাখ ২৭ হাজার ১১৬ ডলার মূল্যের ২২টি স্বর্ণের বার চুরি করেন, যার মধ্যে ১৭টি বার অটোয়া গোল্ড বায়ারসের কাছে বিক্রি করে দিয়েছেন। মুক্তি পাওয়ার পর স্বর্ণের বারগুলো ফেরত দিতে যদি ব্যর্থ হয় তবে তাকে আরও তিন বছর জেল খাটতে হবে। -বিবিসি ভাইরাল ওবামার ছবি! সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছবিতে শর্টস ও হাওয়াই চপ্পল পরে পরিবার এবং ব্যবসায়ী রিচার্ড র‌্যানসনের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ছুটি কাটাতে যাওয়া ওবামার এমন ছবি প্রকাশিত হয়েছে। পায়ে হাওয়াই চপ্পল, পরনে সাধারণ টিশার্ট ও শর্টস এবং মাথায় উল্টো করে বেসবল টুপি পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবির সমালোচনা না করে বরং ওবামার এমন ছবিকে ‘কুল এ্যান্ড ক্যাজুয়াল’ বলে দাবি মার্কিনীদের। উল্টো করে টুপি পরায় তাকে নিয়ে জল্পনার শেষ নেই। অনেকের মতে, আবার হয়ত রাজনীতিতে পা রাখার ইচ্ছা নেই ওবামার। উল্টো করে টুপি পরে এমন কথাই বলতে চেয়েছেন তিনি। Ñআজকাল সৈকতজুড়ে ছড়িয়ে জেলিফিশ... অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ডিসেপশন বে এলাকার স্থানীয় অধিবাসী ও বিশেষজ্ঞদের বিস্মিত করে দিয়ে পুরো সৈকতজুড়ে জেলিফিশ ছড়িয়ে রয়েছে। ডাঙ্গায় তারা হালকা নীল রং নিয়ে ছড়িয়ে থাকে। স্থানীয়রা প্রথমে বুঝতে না পারলেও পরে খুব কাছে গিয়ে তারা বুঝতে পারেন ওয়ালপেপারের মতো ছড়িয়ে থাকা প্রাণীগুলো আসলে জেলিফিশ। জেলিফিশগুলোর এ রকম অবস্থায় থাকার ঘটনা খুবই বিরল। -বিবিসি ব্রেক্সিট অধিবেশনে চার মাসের শিশু! ব্রিটেনের নরউইচ থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ক্লো স্মিথ ও তার চার মাস বয়সী শিশু এ্যালিস্টার ব্রেক্সিট ইতিহাসের অংশ হয়ে আছে। স্মিথ মাতৃত্বকালীন ছুটিতে থাকা সত্ত্বেও সন্তানসহ কমন্সসভার অধিবেশনে যোগ দেয়ার অনুমতি নেন। ব্রিটেনে পালামেন্টে বিলের ওপর ভোটের সময় কোন শিশুর উপস্থিতি এই প্রথম। পার্লামেন্টে মা ও ছেলেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। -এনডিটিভি
×